সম্প্রতি শাহ্নাজ শিমূল রহমানের বিয়ে বা পার্টিতে পরিপূর্ণ মেকাপ লুকের টিউটোরিয়ালটি প্রকাশের পর সাজগোজের বন্ধুরা হেয়ার স্টাইলটি আলাদাভাবে দেখতে চেয়েছেন। কাজেই সাজগোজ তার বন্ধুদের জন্য সবার প্রিয় মেকাপ স্পেশালিষ্ট শাহ্নাজ রহমান শিমূলের করা ওয়েডিং হেয়ার স্টাইলটি নিয়ে এলো। চলুন তবে দেরি না করে দেখে নেয়া যাক পুরো টিউটোরিয়ালটি।
টিউটোরিয়াল এবং ছবি: শাহ্নাজ শিমুল রহমান