Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার

$
0
0

আমাদের সাজার জিনিসগুলো যেমন- চুড়ি, ছোট ছোট কানের দুল এসব পুরনো হয়ে গেলেই সেগুলো ফেলে দেই। কোনটার রঙ নষ্ট হয়ে যায় অথবা কোনটার একটু ভেঙ্গে যায়। এগুলো ফেলে না দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন পেন্সিল বা ক্যান্ডেল হোল্ডার।

প্রথমে চলুন জেনে নেই ক্যান্ডেল হোল্ডার কীভাবে বানাবেন-

ক্যান্ডেল হোল্ডার বানাতে আপনার যা যা লাগবে –

  • কয়েকটি চুড়ি
  • ছোট ছোট পুরনো কানের দুল
  • মোমবাতি
  • আঠা
  • গ্লাস ঢাকার জন্য যেসব প্লাস্টিকের গ্লাস ম্যাট বা ঢাকনা পাওয়া যায় সেগুলো। অথবা চারকোণা/গোলাকৃতির গ্লাস।

প্রথমে একটি একটি করে চুড়ি নিয়ে একটার উপর আরেকটা আঠা দিয়ে লাগান। রঙিন হলেও হালকা রঙের চুড়ি হলে ভালো হয়। এতে আলো ছড়াবে। এরপর শুকিয়ে গেলে তার নিচে একটি প্লাস্টিকের গ্লাস ম্যাট বা গ্লাস আঠা দিয়ে আটকিয়ে দিন। পুরনো কানের দুলের পুথি বা পাথরগুলো গ্লাস ম্যাটের চারপাশে সাজিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিন। চাইলে রঙ দিয়ে হাল্কা ডিজাইন করে নিতে পারেন।

এরপর একটি মোমবাতি বানিয়ে রাখা হোল্ডারটির সমান বা একটু ছোট করে কেটে এর ভেতর বসিয়ে দিন।

আগুন ধরানোর পর দেখবেন যে নরম আলো ফুটে উঠছে। নিচের ছবিগুলো তাই বলে দেয়—

holder 1 holder 2

শুখিয়ে গেলে আপনার যেমন-টেবিল,ওয়ারড্রব অথবা শোকেসে সাজিয়ে রাখুন!

এবার চলুন জেনে নেই পেন্সিল হোল্ডার কীভাবে বানাবেন-

পেন্সিল হোল্ডার বানাতে আপনার যা যা লাগবে –

  • কয়েকটি চুড়ি। কাঠের বা প্লাস্টিকের চুড়ি হলে ভালো হয়
  • রঙ
  • মোমবাতি
  • আঠা
  • মোটা কাগজ বা বোর্ড পেপার অথবা প্লাস্টিক গ্লাস ম্যাট

কয়েকটি চুড়ি নিয়ে একটার উপর আরেকটা আঠা দিয়ে লাগিয়ে নিন। শুকানোর পর বোর্ড পেপার গোল করে কেটে তার নীচে আটকিয়ে দিন। বোর্ড পেপারের বদলে চারকোণা প্লাস্টিক গ্লাস ম্যাট নিতে পারেন। আপনার ইচ্ছা মতো কয়েকটি রঙ নিয়ে ডিজাইন করে ফেলুন। বড় বড় ডিজাইন করতে চাইলে কাঠের বা প্লাস্টিকের চুড়ি গুলো বেশ চওড়া দেখে বেছে নিবেন।

holder 3 holder 4

শুকিয়ে গেলে সাজিয়ে রাখুন আপনার টেবিলে।

দেখলেন তো! কতো সহজেই বানিয়ে ফেলা যায় আকর্ষণীয় আর সুন্দর সব পেন্সিল/ক্যান্ডেল হোল্ডার। শুধু নিজের ঘরের জন্যই না, কাউকে কোনো উপহার দিতে চাইলে নিজ হাতে এসব বানিয়ে দেয়াটা কিন্তু খারাপ না। বরং যাকে দিবেন সে আরও বেশি খুশি হবেন!

তাই আপনার ঘরে পুরনো চুড়ি থাকলে তা ফেলে না দিয়েই বানিয়ে ফেলুন এই পেন্সিল বা ক্যান্ডেল হোল্ডার!

লিখেছেন –  সোহানা মোরশেদ

ছবি – বেষ্টআউটঅফওয়েস্ট.অর্গ


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles