Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব

$
0
0

“নিজের পায়ে দাঁড়ানো” এই কথাটা দিয়ে আত্মবিশ্বাসী হওয়া বোঝায়, আমরা সবাই জানি। আর আত্মবিশ্বাসী হতে হলে মানসিকভাবে শক্তি সঞ্চয় করার পাশাপাশি বাহ্যিকভাবেও পরিপাটি থাকা প্রয়োজন। শরীরের অন্যান্য অংশের ঠিকঠাক কদর করলেও আমরা পায়ের দিকে খুব একটা নজর দেই না। এতে পা দিনে দিনে রুক্ষ-শুষ্ক হয়ে যায়। আর অনেকের পা ফাটার সমস্যাও থাকে। রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে যথাযথ যত্ন নেওয়া জরুরি।

অনেকেই মনে করেন এটি সময়সাপেক্ষ এবং দামি দামি প্রোডাক্ট ব্যবহারের দরকার হয়। কিন্তু না! ছুটির দিনে বা অবসরে খুব কম সময়ে একদম ঘরোয়াভাবে পায়ের যত্ন নিতে পারেন। আজকে কথা বলবো ফুট স্ক্রাব নিয়ে। এই ফুট স্ক্রাবগুলো আপনাকে সফট ও প্যাম্পারড পা পেতে সাহায্য করবে। হাতের কাছে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে ফুট স্ক্রাব বানিয়ে নিতে পারবেন। এগুলো আপনার সেলফ কেয়ার রুটিনকে আরো কার্যকরী করে তুলবে।

ফুট স্ক্রাবের উপকারিতা

  • পায়ের মৃত কোষ দূর করতে সাহায্য করে, যার ফলে ত্বক মসৃণ ও নরম হয়
  • ম্যাসাজ পায়ে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে; তাই এটি ফোলাভাব কমাতে, ক্লান্তি দূর করতে দারুণ কার্যকরী
  • DIY ফুট স্ক্রাবগুলো ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে
  • শুষ্কতা কমিয়ে পায়ের ত্বক কোমল করে তোলে
  • পায়ের অপ্রীতিকর গন্ধ কমিয়ে আনতে সহায়তা করে

৩টি হোমমেইড DIY ফুট স্ক্রাব

কিছুদিন পরপর পার্লারে যেয়ে পেডিকিওর করাটা খরচের ব্যাপার। ঘরে বসে সাধারণ কিছু উপকরণ দিয়ে পায়ের যত্ন নেওয়া যায়। আজ আমরা কিছু ফুট স্ক্রাবের রেসিপি জেনে নেই চলুন-

১. ব্রাউন সুগার স্ক্রাব

যা যা লাগবে
  • ২ চা চামচ ব্রাউন সুগার
  • ৩ চা চামচ মধু
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল
ব্রাউন সুগার স্ক্রাব
পদ্ধতি

একটি পাত্রে ব্রাউন সুগার, মধু ও অলিভ অয়েল নিন। ভালোভাবে মিক্স করে ফেলুন এবং পায়ে স্ক্রাবটি অ্যাপ্লাই করে হালকা হাতে ম্যাসাজ করুন। প্রয়োজন মনে হলে পানি যোগ করতে পারেন। ১ মিনিট ম্যাসাজ করে নিন এবং এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পছন্দের বডি লোশন অ্যাপ্লাই করে নিন। মধুর ময়েশ্চারাইজিং প্রোপারটিজ পায়ের ত্বককে কোমল রাখতে সাহায্য করে। এতে আছে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপারটিজ, যা পায়ের ত্বকে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এবং দুর্গন্ধ ও সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনে। ব্রাউন সুগার ডেড সেলস রিমুভ করে। অলিভ অয়েল রুক্ষ-শুষ্ক ত্বককে প্রাণবন্ত করে তোলে।

২. কফি ও আমন্ড অয়েল

যা যা লাগবে
  • ১/২ কাপ কফি
  • ৩ টেবিল চামচ বাদাম তেল বা আমন্ড অয়েল
পদ্ধতি

একটি ছোট পাত্রে কফি ও বাদাম তেল মিশিয়ে নিন। পা, গোড়ালি, পায়ের পাতা সব জায়গাতে স্ক্রাব করুন এক মিনিট। এবার ১৫ মিনিট অপেক্ষা করুন এবং এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পা ভালোভাবে মুছে নিয়ে পছন্দের লোশন অ্যাপ্লাই করে ফেলুন। কফিতে আছে প্রাকৃতিক এক্সফোলিয়েটিং প্রোপারটিজ। আমন্ড অয়েল ময়েশ্চারাইজার হিসেবে দারুণ কার্যকরী। যাদের পায়ের ত্বক অনেক বেশি রুক্ষ, তারা সপ্তাহে ২ বার এই ফুট স্ক্রাব ব্যবহার করে দেখতে পারেন, ভালো ফলাফল পাবেন আশা করি।

৩. ওটস ও টক দই

যা যা লাগবে
  • ১/২ কাপ ওটস পাউডার
  • ২ টেবিল চামচ টক দই
  • ১ টেবিল চামচ মধু
পদ্ধতি

ওটস ও টক দই

একটি পাত্রে ওটস পাউডার, টক দই ও মধু ভালোভাবে মিক্স করে নিন। পায়ে স্ক্রাবটি লাগিয়ে আলতো হাতে এক মিনিট ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং বডি লোশন অ্যাপ্লাই করে নিন। ওটস প্রাকৃতিক ক্লেনজার হিসেবে কাজ করে। এটি পায়ের ত্বকের ময়লা, ঘাম, পল্যুশন, অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। অন্যদিকে, দইয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে জেন্টলি এক্সফোলিয়েট করে। সেই সাথে ত্বকের মলিনতা দূর করে। এই স্ক্রাবটি শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে উপকারী।

রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব কীভাবে তৈরি করা যায়, তা আমাদের জানা হয়ে গেলো। পা আমাদের সারা শরীরের ভার বহন করে। তবুও অন্যান্য অঙ্গের তুলনায় পা সবচেয়ে উপেক্ষিত। আর তাই বেশিরভাগ সময় পায়ে ব্যথা, পা ফাটা, রুক্ষ- শুষ্ক হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাই আপনার যা দরকার তা হলো একটি রিল্যাক্সিং ফুট স্ক্রাব। এর মাধ্যমে পা পরিষ্কার থাকবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, আপনি আরামবোধও করবেন। সেলফ প্যাম্পার কিন্তু নিজেকে ভালোবাসারই একটি অংশ। যারা ব্যস্ততার কারণে DIY প্যাক তৈরি করতে পারছেন না, তারা যেকোনো বডি স্ক্রাব দিয়েই কিন্তু কাজটি সেরে নিতে পারেন। আর হ্যাঁ, সপ্তাহে ১/২ বারের বেশি স্ক্রাবিং করার প্রয়োজন নেই। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।

 

ছবি- সাটারস্টক

The post রুক্ষ-শুষ্ক পায়ের কোমলতা ফিরিয়ে আনতে DIY ফুট স্ক্রাব appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles