Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?

$
0
0

মেকআপকে ম্যাট রাখতে বা সারাদিন সেট রাখতে লুজ পাউডার কিন্তু আমরা সবাই কমবেশি ইউজ করছি। প্রোপারলি লুজ পাউডার ইউজ করার পরও অনেকেরই কমপ্লেইন থাকে মেকআপ ডার্ক বা গ্রে হয়ে যাওয়ার। মেকআপ ডার্ক বা গ্রে হয়ে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হতে পারে রাইট শেইডের লুজ পাউডার চুজ না করা। তাই চলুন আজকের আর্টিকেলে জেনে নেই মেকআপ সেট রাখতে রাইট শেইডের লুজ পাউডার কীভাবে চুজ করবেন।

মেকআপ সেট রাখার জন্য যে ধরনের লুজ পাউডার ব্যবহার করা হয়

বর্তমানে ২ ধরনের লুজ পাউডার অনেক বেশি ইউজ হয় মেকআপ সেট করার জন্য। একটি হচ্ছে ট্রান্সলুসেন্ট বা হোয়াইট পাউডার অন্যটি হচ্ছে বানানা পাউডার। অনেকেরই ধারণা মেকআপ সেট করার জন্য যেকোনো লুজ পাউডার ইউজ করলেই হবে, এর সাথে স্কিনটোনের মিল রাখার কোনো দরকার নেই। কিন্তু এই রাইট শেইডের লুজ পাউডার চুজ না করার কারণেই মেকআপ দেখতে ডার্ক বা গ্রে লাগে।

মেকআপ সেট রাখতে রাইট শেইডের লুজ পাউডার চুজ করুন

ট্রান্সলুসেন্ট পাউডার কারা ব্যবহার করতে পারবেন?

প্রথমেই শেয়ার করছি ট্রান্সলুসেন্ট পাউডার বা হোয়াইট পাউডার কারা ইউজ করতে পারবেন। যাদের স্কিনটোন ফেয়ার থেকে মিডিয়াম শেইডের তাদের জন্য এই পাউডার ভালো হবে। কেননা ট্রান্সলুসেন্ট পাউডার ফেয়ার স্কিনে কোনো কালার দেয় না, শুধুমাত্র ফেইসকে সেট করে রাখতে হেল্প করে। আবার হোয়াইট পাউডার ইউজ করলেও তা স্কিনের সাথে মানিয়ে যায় এবং মেকআপ দেখতে ন্যাচারাল লাগে।

বানানা পাউডার কারা ব্যবহার করতে পারবেন?

অন্যদিকে যাদের স্কিনটোন ইয়েলো আন্ডারটোনের মিডিয়াম থেকে ডার্ক তাদের জন্য বেস্ট হচ্ছে বানানা পাউডার। কেননা বানানা পাউডারের মধ্যে ইয়েলো টাইপের টিন্ট বেশি থাকে। এর কারণেই এই লুজ পাউডারের শেইড ইয়েলো/বানানা টাইপের হয়ে থাকে। তাছাড়া এই স্কিনটোনগুলোতে বানানা পাউডার ইউজ করা হলে ব্রাইটেনিং ইফেক্ট আসে।

রাইট শেইডের লুজ পাউডার হতে পারে আপনার মেকআপের গেম চেঞ্জার

কেন বানানা পাউডার ইউজ করলে ডার্ক লাগে?

আমরা তো এতক্ষণে জেনে গিয়েছি যে বানানা পাউডার একটি স্পেসিফিক স্কিনটোনের সাথে ভালো যায়। এই বানানা পাউডার যদি ফেয়ার বা মিডিয়াম স্কিনে ইউজ করা হয় তাহলে মেকআপ দেখতে অনেক সময় ডার্ক লাগতে পারে। কেননা বানানা পাউডারে থাকা ইয়েলো টিন্ট নিউট্রাল বা হোয়াইটিশ আন্ডারটোনকে আরো বেশি ইয়েলো করে ফেলে যা সময়ের সাথে সাথে মেকআপকে ডার্ক দেখাতে পারে। তাই বানানা পাউডার সব স্কিনটোনে ইউজ না করে মিডিয়াম থেকে ডার্ক স্কিনে ইউজ করলে বেটার হবে।

কেন ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করলে অ্যাশি লাগে?

আবার একই ভাবে যারা মিডিয়াম বা ডার্ক স্কিনটোনের আছেন তারা ট্রান্সলুসেন্ট পাউডার বা হোয়াইট টাইপের পাউডার এভয়েড করুন। কেননা এই ধরনের পাউডার মিডিয়াম বা ডার্ক স্কিনটোনে ইউজ করলে তা দেখতে অ্যাশি বা গ্রে টাইপের লাগবে। তাই যারা ফেয়ার বা মিডিয়াম স্কিনটোনের আছেন তাদের জন্য ট্রান্সলুসেন্ট পাউডার ভালো হবে।

রাইট শেইডের লুজ পাউডার ইউজ করে মেকআপ রাখুন ফ্ললেস

পারফেক্ট মেকআপ লুক আনার জন্য আমরা রাইট শেইডের ফাউন্ডেশন চুজ করলেও লুজ পাউডার নিয়ে তেমন একটা চিন্তা করি না। আর এই কারণেই মেকআপ দেখতে অনেক সময় আনন্যাচারাল লাগে। আশা করি আজকের আর্টিকেল পড়ে লুজ পাউডারের শেইড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাই মেকআপ সেট রাখার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করুন এবং মেকআপকে রাখুন ফ্ললেস। অথেনটিক মেকআপ, স্কিনকেয়ার কিংবা হেয়ার কেয়ার প্রোডাক্ট পারচেজ করার জন্য সাজগোজ হতে পারে ভরসার জায়গা। আপনারাও ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। সাজগোজের বেশ কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। এ শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে ও চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে অবস্থিত। এই শপগুলোর পাশাপাশি চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি বা পছন্দের সব প্রোডাক্টস।

 

ছবিঃ সাজগোজ, সাটারস্টক।

The post মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো? appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles