ফুল কাভারেজ ফাউন্ডেশনের টিউটোরিয়ালের পর অনেকেই পাউডার ফাউন্ডেশন দিয়ে কীভাবে দারুণ একটি মেকাপ বেজ করবেন তা সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আজ আমাদের সবার প্রিয় মেকাপ আর্টিস্ট নিলয় ফারহানা সবার জন্য পাউডার ফাউন্ডেশনের একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছেন। চলুন দেখে নিই, কীভাবে পাউডার ফাউন্ডেশন এপ্লাই করে দারুণ একটি মেকাপ লুক করে তুলতে পারবেন ফ্ললেস।
প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।
ছবি: শিরি ফারহানা