Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!

$
0
0

রেগুলার বাইরে যাওয়ার আগে সব সময় মেকআপ করা পসিবল হয় না। কিন্তু ফেইস দেখতে মলিন লাগবে এটাও কিন্তু আমরা চাই না, তাই না? যারা রেগুলার বাইরে যাওয়ার আগে চটজলদি পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক চান তাদের জন্য বেস্ট অপশন হতে পারে বিবি ক্রিম। বাজারে অনেক ব্র্যান্ডের বিবি ক্রিম থাকলেও আপনার স্কিনের জন্য কোনটি পারফেক্ট কীভাবে বুঝবেন? এই কনফিউশন ক্লিয়ার করার জন্য বাংলাদেশি মেকআপ ব্র্যান্ড নিরভানা কালার নিয়ে এসেছে দুটি শেইডের বিবি ক্রিম। আজকের আর্টিকেলে এই বিবি ক্রিম দুটি সম্পর্কে ডিটেইলস জানাবো আপনাদের।

বিবি ক্রিম কী?

বিবি ক্রিম এর ফুল ফর্ম হচ্ছে BB- Beauty Balm, Blemish Balm। আমাদের স্কিনে থাকা স্পটস, পিম্পলস, রেডনেস বা হাইপারপিগমেন্টেশন হাইড করে স্কিন টোন ইভেন করতে হেল্প করে বিবি ক্রিম। যার কারণে অল্প সময়ে ফ্ললেস লুক পাওয়া যায়। এর টেক্সচার ফাউন্ডেশন থেকে কিছুটা লাইট হয়, তাই স্কিনে হেভি ফিল হয় না। সেই সাথে ন্যাচারাল কভারেজ দেয়। তাই স্কিন দেখায় পিকচার পারফেক্ট। অনেক বিবি ক্রিমে SPF 15 থাকে, যা স্কিনে সান প্রোটেকশন দেয়।

ব্র্যান্ড নিয়ে কিছু কথা

বাংলাদেশের জনপ্রিয় একটি মেকআপ ব্র্যান্ড নিরভানা কালার। এই ব্র্যান্ডের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে, তাদের প্রতিটি প্রোডাক্ট আমাদের দেশের মেয়েদের স্কিন টোন অনুযায়ী তৈরি করা হয়েছে। নিরভানার ফেইস প্যালেট, আইশ্যাডো প্যালেট, আই লাইনার, লিপস্টিক, প্রেসড পাউডার, নেইল পলিশ নিয়মিত বাজারে পাওয়া যাচ্ছে। এবার এই ব্র্যান্ডটি বাজারে নিয়ে এসেছে Nirvana Color Smart Coverage Bb Cream With Spf 15, যার আছে দুটি ডিফারেন্ট শেইড। আজকে এই বিবি ক্রিম দুটির রিভিউ জানাবো আপনাদের।

পিকচার পারফেক্ট লুক পেতে নিরভানা বিবি ক্রিম

পিকচার পারফেক্ট লুক পেতে নিরভানা কালার ব্র্যান্ডের বিবি ক্রিম

বাইরে যাওয়ার আগে সব সময় রেগুলার মেকআপ করা সম্ভব হয় না। তাই চটজলদি রেডি হওয়ার জন্য বিবি ক্রিম ইজি একটি সল্যুশন। Nirvana Color Smart Coverage Bb Cream With Spf 15 টি অয়েল কন্ট্রোল করে অল্প সময়েই ম্যাট ফিনিশ দিবে এবং স্কিন করবে ব্রাইট। সেই সাথে এতে থাকা হাইড্রেটিং ও ময়েশ্চারাইজিং এলিমেন্টের কারণে স্কিন থাকবে সফট। যারা অল্প সময়েই রেডি হতে চান তাদের জন্য এটি মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট। এর ২টি শেইডস রয়েছে, এর মধ্যে স্কিন টোন অনুযায়ী আপনারটি বেছে নিতে পারেন। কিন্তু কীভাবে বুঝবেন কোন শেইডটি আপনার জন্য? চিন্তার কিছু নেই। এখনই জানিয়ে দিচ্ছি কীভাবে স্কিন টোন অনুযায়ী বিবি ক্রিম সিলেক্ট করবেন-

Light

যাদের স্কিন টোন একটু বেশি ফেয়ার বা দেখতে বেশি ফর্সা, তাদের জন্য Nirvana Color Smart Coverage Bb Cream With Spf 15 – Light শেইডটি স্যুইটেবল।

ফেয়ার স্কিনের জন্য বিবি ক্রিমের লাইট শেইড

Medium

যাদের স্কিন শ্যামবর্ণ বা মাঝারি ফর্সা থেকে উজ্জ্বল শ্যামলার মধ্যে, তাদের জন্য Nirvana Color Smart Coverage Bb Cream With Spf 15 – Medium শেইডটি স্যুইটেবল।

নিরভানা বিবি ক্রিম- মিডিয়াম শেইড

কী কী বেনিফিটস পাওয়া যাবে এই বিবি ক্রিমে?

  • হাইপারপিগমেন্টেশন, স্পটস ও ব্লেমিশ হাইড করে স্কিনে ইনস্ট্যান্ট ব্রাইটনেস আনে
  • অয়েলিনেস কমিয়ে ম্যাট ফিনিশ দেয়
  • স্কিন স্মুথ করে
  • স্কিনে ময়েশ্চার প্রোভাইড করে এবং স্কিন টোন ইভেন করে
  • SPF 15 থাকায় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিন সুরক্ষিত থাকে
  • ন্যাচারাল লুক পেতে হেভি ফাউন্ডেশনের বদলে ইউজ করা যাবে
  • টিনেজাররাও ইউজ করতে পারবেন
  • অল টাইপ স্কিনে স্যুইটেবল

কীভাবে অ্যাপ্লাই করবেন?

এই বিবি ক্রিম অ্যাপ্লাই করা খুবই ইজি। পরিষ্কার মুখে ও গলায় পরিমাণমতো ক্রিম নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে ম্যাসাজ করুন। বিবি ক্রিমটি একদম লাইটওয়েট হওয়াতে ফিঙ্গার দিয়েই স্কিনে অ্যাপ্লাই করা যাবে। চাইলে বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশও ইউজ করতে পারেন। স্কিনে কোনো ধরনের ময়েশ্চারাইজার বা প্রাইমার অ্যাপ্লাই না করেও এটি ইউজ করা যায়। বেসিক্যালি বিবি ক্রিম একটি টিন্টেড ময়েশ্চারাইজার। তাই এটি ইউজ করলে স্কিনও ময়েশ্চারাইজড থাকবে। তবে হ্যাঁ, বিবি ক্রিম অ্যাপ্লাই করে বেস্ট বেনিফিটস পাওয়ার জন্য অবশ্যই রেগুলার স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। আপনি চাইলে স্কিন টাইপ অনুযায়ী ভালোভাবে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেও বিবি ক্রিম লাগিয়ে নিতে পারেন। তবে অয়েলি স্কিন হলে অ্যাপ্লাইয়ের পর সেটিং বা লুজ পাউডার দিয়ে সেট করে নিন। ব্যস! মাত্র কয়েক মিনিটেই এবার পেয়ে যান পিকচার পারফেক্ট লুক!

প্যাকেজিং ও টেক্সচার

নিরভানা কালার ব্র্যান্ডের বিবি ক্রিম দুটি পাওয়া যাচ্ছে ৩০ মি.লি. এর টিউবে। ব্ল্যাক কালারের প্যাকেজিংটি বেশ আইক্যাচি। এর ফ্রেগ্রেন্স একদম মাইল্ড। টেক্সচার বেশ থিক বলে স্কিনে দ্রুত মিশে যায়। লাইটওয়েট এই বিবি ক্রিমটি ইজিলি ব্যাগে ক্যারি করা যাবে। বিবি ক্রিম দুটি একদম সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে বলে স্টুডেন্টরাও কিনতে পারবেন।

পিকচার পারফেক্ট লুকের জন্য বিবি ক্রিম

খেয়াল রাখুন কিছু বিষয়ে

  • ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন
  • শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য
  • স্কিনে কোনো রকম ইরিটেশন হলে ব্যবহার করা থেকে বিরত থাকুন

আমি কেন সাজেস্ট করছি?

প্রতিদিন সকালে বাইরে যাওয়ার আগে আমি কিছুটা দৌড়ের উপরেই থাকি। সবকিছু গুছিয়ে বের হতে হতে মেকআপ করা কিছুটা সময়সাপেক্ষ হয়ে যায়। এদিকে নরমাল স্কিন হলেও একদম কিছু অ্যাপ্লাই না করলে বেশ মলিন লাগে দেখতে। তাই আমার দরকার ছিল এমন কিছু যেটা আমার স্কিনে অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট ব্রাইটনেস এনে দিবে, সেই সাথে স্কিনকে রাখবে ময়েশ্চারাইজড। মেকআপ করা ছাড়া বিবি ক্রিম এজন্য আমাকে হেল্প করতে পারে, এটা জানলেও কোন ব্র্যান্ডের কোন শেইড আমার স্কিনে স্যুট করবে বুঝতে পারছিলাম না। এমন চিন্তার কারণ শুনে আমার কলিগ আমাকে সাজেস্ট করলেন নিরভানা কালার ব্র্যান্ডের বিবি ক্রিমের কথা। আমার স্কিন যেহেতু লাইট, তাই আমি চুজ করেছিলাম Nirvana Color Smart Coverage Bb Cream With Spf 15 – Light টি। আমি মাত্র কয়েকদিন ইউজ করেই চেঞ্জ বুঝতে পেরেছি। অফিসেও আমার কলিগরা ডিফারেন্সের কথা আমাকে জানিয়েছেন। তাই ভাবলাম, আপনাদেরকেও মেকআপ ছাড়াই ফ্ললেস লুকের সিক্রেটটা জানিয়ে দেই!

 

এই তো জানিয়ে দিলাম, নিরভানা কালার ব্র্যান্ডের দুটি বিবি ক্রিম সম্পর্কে। এবার পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পেতে স্কিন টোন অনুযায়ী বেছে নিন আপনারটি। অথেনটিক মেকআপ, স্কিন ও হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো কিনতে পারবেন সাজগোজ থেকে। সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

 

ছবিঃ সাজগোজ

 

The post পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন! appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles