ড্রেস সিলেকশনের ক্ষেত্রে খুবই রুচিশীল, কিন্তু অন্তর্বাস কেনার সময় একেবারেই উদাসীন! এমন মানুষের সংখ্যা কিন্তু কম না। সঠিক অন্তর্বাস নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আন্ডারগার্মেন্টস বা ব্রা-পেন্টি কেনার সময় মোটামুটি সব মেয়েরাই ভোগান্তি ও অস্বস্তিতে পরে। আমাদের দেশে কিছু সামাজিক ট্যাবু তো আছেই। ট্রায়াল দিয়ে অন্তর্বাস কেনার সুযোগও বেশ সীমিত। রেগুলার ওয়্যারের জন্য রিজনেবল প্রাইসে আরামদায়ক পেন্টি কোথায় পাবো, সেটা অনেকেই জানতে চান। আজকে আমরা জানবো ৩টি ডিফারেন্ট পেন্টি নিয়ে যেগুলো খুবই কমফোর্টেবল ও বাজেট ফ্রেন্ডলি।
পেন্টি সিলেকশন
বেশির ভাগ মেয়েরাই রেগুলার বেসিসে পেন্টি ইউজ করে, আবার অনেকে শুধু পিরিয়ডের দিনগুলোতে পরে। এটা আসলে ডিপেন্ড করে পারসোনাল চয়েজ, কমফোর্ট, ড্রেসআপ এগুলোর উপর। লেগিংস বা জিন্সের সাথে মানানসই পেন্টি না পরলে দেখতে কিন্তু বেমানান লাগে। আবার ইনার ওয়্যার আরামদায়ক না হলে সেটা কিন্তু অস্বস্তির কারণ। তাই আল্টিমেট কমফোর্টের জন্য বেস্ট কোয়ালিটির আন্ডারগার্মেন্টস বেছে নিতে হবে। আজ এমনই সুপার কমফোর্টেবল ও বাজেট ফ্রেন্ডলি পেন্টির রিভিউ শেয়ার করবো।
রিজনেবল প্রাইসে আরামদায়ক পেন্টি
Valene Classic Panty Trio Box
আমরা জানি যে ভ্যাজাইনার এরিয়া সব সময় শুকনো ও পরিষ্কার রাখা উচিত। কিন্তু সব সময় পেন্টি পরা থাকলে অনেক সময় দেখা যায় যে ঐ অংশটা ঘেমে গেছে বা ইচিং হচ্ছে। ঘাম থেকে ব্যাকটেরিয়ার জন্ম বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু কটনের ইনার গার্মেন্টস অনেক আরামদায়ক, আর এটি ব্যবহারে ঘেমে যাওয়ার চান্স থাকে না। রেগুলার ব্যবহারের জন্য Valene Classic Panty Trio Box খুব ভালো একটা চয়েজ। রেগুলার ইউজের জন্য রিজনেবল প্রাইসে এই পেন্টির সেটটি খুবই ভালো অপশন। দেখে নিন এর ফিচারগুলো কী কী-
- একটি বক্সে একইসাথে সুন্দর ৩টি কালারের পেন্টি পেয়ে যাবেন
- দিন-রাত সব সময়ই ব্যবহার করতে পারবেন
- টিনেজ থেকে শুরু করে সবার জন্যই এটি স্যুইটেবল
- সুপার কমফোর্টেবল বেসিক পেন্টি
- সহজেই ওয়াশ করা যায়
- ফেব্রিকস খুব সফট ও স্মুথ
- S, M, L, XL, 2XL, 3XL সাইজের ভ্যারাইটি আছে, প্লাস সাইজের হলেও ইজিলি পরতে পারবেন
Armela Floral Touch Lacy Teen Panty
আউটফিট থেকে শুরু করে যখন ইনারও সুন্দর, আরামদায়ক এবং নিজের পছন্দমতো হয়, তখন কনফিডেন্স লেভেলটাও বেড়ে যায়, তাই না? Armela Floral Touch Lacy Teen Panty এর কালার ভ্যারিয়েন্টগুলো খুবই সুন্দর। আর কোয়ালিটির কথা আর কী বলবো! টিনেজে যখন প্রথম পিরিয়ড শুরু হয় বা নতুন করে ইনার ওয়্যার পরা স্টার্ট হয়, সেই সময় কমফোর্টটাই সবথেকে বেশি ইম্পরট্যান্ট। দেখে নিন এর ফিচারগুলো কী কী-
- বাতাস চলাচল করতে পারে এমন ম্যাটেরিয়াল এতে ইউজ করা হয়েছে
- অ্যান্টি ব্যাকটেরিয়াল ফেব্রিকস থাকায় প্রোপারলি হাইজিন মেনটেইন হয়
- হিপ এরিয়াতে ফুল কভারেজ ও বেটার সাপোর্ট দিবে
- ৯৫% কটন তাই খুবই কমফোর্টেবল এবং রেগুলার ইউজের জন্যও পারফেক্ট
- M, L, XL তিনটি সাইজ ভ্যারিয়েন্ট আছে
- লেসি লাইনিং দেওয়া
Valene Cuddle-Bug Breathable Maternity Panty
প্রেগনেন্সিতে কিংবা ডেলিভারির পর অ্যাবডোমেন বা পেটের শেইপ তো চেঞ্জ হয়, বডি স্ট্র্যাকচারেও বেশ পরিবর্তন আসে। ইলাস্টিসিটি বেশি, আরামদায়ক ম্যাটেরিয়াল ও স্কিনে কোনো দাগ হবে না, এমন পেন্টি এই সময়ে ব্যবহার করা উচিত। আগে আমাদের দেশে প্রেগনেন্ট মায়েদের জন্য রিজনেবল প্রাইসে আরামদায়ক পেন্টি কিন্তু অ্যাভেলেবল ছিল না। Valene Cuddle-Bug Breathable Maternity Panty আপনার জন্য হতে পারে বেস্ট অপশন। দেখে নিন এর ফিচারগুলো-
- স্কিন ফ্রেন্ডলি, অ্যান্টি ব্যাকটেরিয়াল, ব্রেথেবল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে
- ফ্রি সাইজ (৩২ থেকে ৪০ ইঞ্চি), ১৮-৪০ বছরের নারীরা ব্যবহার করতে পারবেন
- U শেইপের ডিজাইন দেওয়া যাতে প্রোপারলি অ্যাবডোমিনাল সাপোর্ট পাবেন
- গরম ও আর্দ্র আবহাওয়াতেও ব্যবহার উপযোগী
- সিমলেস হওয়ায় যেকোনো ড্রেসের সাথে ইজিলি ক্যারি করতে পারবেন
খেয়াল রাখুন কিছু বিষয়
১) শুধুমাত্র হ্যান্ড ওয়াশ করবেন, ব্লিচ ইউজ করা যাবে না বা আয়রন করাও যাবে না।
২) ভেজা অবস্থায় পেন্টি পরবেন না, এতে ইনফেকশনের চান্স থাকে।
৩) যেহেতু ক্লোজ ফিটিং, তাই ৩ মাস পর পর আন্ডার ওয়্যার চেঞ্জ করা ভালো।
৪) সঠিক সাইজের আন্ডার গার্মেন্টস পরিধান করাই ভালো, খুব বেশি টাইট বা লুজ ফিটিংয়ের পেন্টি পরবেন না।
ভ্যাজাইনার হাইজিন মেনটেইনের জন্য ভালো মানের পেন্টি সিলেক্ট করা খুবই ইম্পরট্যান্ট। রিজনেবল প্রাইসে আরামদায়ক পেন্টি এখন কিনুন অনলাইন থেকেই! এক্ষেত্রে আপনার ভরসার জায়গা হতে পারে শপ.সাজগোজ.কম। একবার ওয়েবসাইট বা অ্যাপ থেকে লঞ্জেরি ক্যাটাগরি ভিজিট করেই দেখুন, নিরাশ হবেন না আশা করি। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন।
ছবি- সাজগোজ
The post রিজনেবল প্রাইসে আরামদায়ক পেন্টি কিনুন অনলাইনেই! appeared first on Shajgoj.