Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ইজি জেনেরাল সস চিকেন

$
0
0

ডিনারের জন্য পারফেক্ত ইজি জেনেরাল সস চিকেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুন মজাদার ইজি জেনেরাল সস চিকেন বানাতে যা লাগবে ইজি জেনেরাল সস চিকেন।

উপকরণ

  • মুরগির মাং কিউব/লম্বা করে কাটা ২ কাপ
  • আদা মিহি কুচি ২ চা চামচ
  • রসুন কুচি ১ চা চামচ
  • টমেটো কেচাপ ২ টেবিল চামচ
  • সয়া সস ২ টেবিল চামচ
  • অয়েস্টার সস ১ টেবিল চামচ
  • ভিনেগার ১ চা চামচ
  • চিনি হাফ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
  • ডিম ১ টি
  • কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • ময়দা ১ টেবিল চামচ
  • তিলের তেল( সেসেমি অয়েল)/ যেকোনো তেল ১ টেবিল চামচ
  • পেয়াজকলি লম্বা করে কাটা হাফ কাপ
  • লবণ স্বাদমতো
  • ভাজা তিল অল্প

প্রণালী
- প্রথমে একটা বাটিতে মুরগীর মাংস এর সাথে ময়দা , কর্ন ফ্লাওয়ার লবণ, গোলমরিচ গুঁড়া , ডিম দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নিন।

- এখন এই মাখানো মাংস গুলো ডুব তেলে বাদামী করে ভেজে নিন।

- এবার কড়াইতে তেল দিন , এতে একে একে রশুন কুচি,আদা কুচি,টমেটো কেচাপ, সয়া সস , অয়েস্টার সস, ভিনেগার, লবণ স্বাদমতো আর অল্প পানি দিয়ে সস বানিয়ে নিন।

- এখন ভেজে রাখা মাংসের পিস গুলু এই সস এ ভালোভাবে মিশয়ে নিন, সাথে দিন লম্বা করে কাটা পেয়াজকলি ( না দিয়েও করতে পারেন)।

- ২ থেকে ৩ মিনিট রান্না করে নামিয়ে অল্প ভাজা তিল ছিটিয়ে দিন, গরম গরম ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন ইজি জেনেরাল সস চিকেন !

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles