Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

স্বাদে অনন্য চিকেন মোমো

$
0
0

আজকের রেসিপি আয়োজনে রয়েছে স্বাদে অনন্য চিকেন মোমো। চলুন দেখে নিই, চিকেন মোমো তৈরির পুরো প্রণালী।

উপকরণ

রুটির খামির তৈরিতে -

  • ময়দা/আটা – ১ কাপ
  • লবন- ১/৪ চা চামচ
  • পানি – পরিমান মত ( মাখাবার জন্য )

পুর তৈরিতে -

  • চিকেন কিমা – ১ কাপ ( বেটে নিতে হবে )
  • পেয়াজ মিহি কুচি – ২ চা চামচ
  • আদা কুচি – ১ চা চামচ
  • রসুন কুচি – ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ কুচি – ১ চা চামচ
  • ধনে পাতা কুচি – ২ চা চামচ
  • সয়া সস – ১ চা চামচ
  • ভিনেগার / লেবুর রস – ১ চা চামচ
  • সাদা গোল মরিচের গুড়া – ১/২ চা চামচ
  • মাখন – ১ চা চামচ ( না থাকলে তেল দিবেন )
  • লবন পরিমান মতো দিবেন কারন সয়া সসে লবন থাকে

প্রণালী

- পুর তৈরির  সব উপকরণ ভাল করে মেখে নিতে হবে । পুরের পরিমান বাড়াতে গাজর , বাধাকপি কুচি করে মিশানো যায় ।

- ময়দা/ আটা + লবন + পানি মেখে রুটির খামির বানিয়ে ১/২ ঘণ্টা ঢেকে রাখতে হবে । এরপর এগুলো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিতে হবে । ১ চামচ পরিমান পুর দিয়ে হাতে চেপে লেচির মুখ বন্ধ করতে হবে । যেভাবে পুলি পিঠা বানানো হয় সেভাবে । অনেক রকম ভাবে মোমো ভাজ করা যায় । পুটলি , তিন কোনা , চার কোনা করে নিতে পারেন।

- এবার ভাপ দেবার পালা । স্টিম করার পাত্রে পানি গরম করে মোমো ১০- ১৫ মিঃ ভাপ দিলেই হয়ে যাবে । বিকল্প হিসেবে যে কোনও পাতিলে পানি গরম করে মুখে চালুনি / স্টিলের ছাঁকনি বসিয়ে ও ঢেকে ভাপ দেয়া যাবে।

- চালুনিতে বসাবার পূর্বে সামান্য তেল ব্রাশ করে দিতে হবে এতে মোমো চালুনিতে আটকে যাবে না এবং দেখতে সুন্দর / চকচকে হবে ।পছন্দ মত সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles