দাওয়াতে যাওয়ার আগে আমরা যখন রেডি হই; তখন মেকআপ, ড্রেসআপের পাশাপাশি আমাদের চুলের কন্ডিশনও খেয়াল রাখতে হয়। কারণ হেয়ারস্টাইলের উপর লুক ডিপেন্ড করে। তাই সামান্য এদিকসেদিক হলেই গেটআপ অনেকটাই চেঞ্জ হয়ে যায়। যাদের সিল্কি এবং স্ট্রাইট হেয়ার; তাদের চুলকে সুন্দর একটি স্টাইল দিতে খুব একটা সময় লাগে না। তাছাড়াও, এ ধরণের চুলে ফ্রিজিনেস কম থাকায় খুব সহজেই ম্যানেজেবল। কিন্তু যাদের চুল আমার মত ফ্রিজি আর আনম্যানেজেবল; তাদের চুলে সুন্দর একটি হেয়ারস্টাইল দেয়া আর যুদ্ধ জয় করা সমান। ফ্রিজি হেয়ার নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন? অথবা বাইরে যাবার একটু পরই চুল এলোমেলো মানে আনম্যানেজেবল হয়ে যায়? তাহলে আপনার আনম্যানেজেবল আর ফ্রিজি চুলের জন্য স্পেশাল হেয়ার প্যাক দরকার! ফ্রিজি চুলের সমস্যা সমাধানে ৩ টি স্পেশাল হেয়ার প্যাক নিয়েই আমার আজকের এই ফিচার!
চুল কেন ফ্রিজি বা ড্রাই হয়ে যায়
প্রথমেই, আপনার জানতে হবে আপনার চুল ফ্রিজি বা ড্রাই হবার কারণগুলো। সংক্ষেপে ১২ টি কারণ তুলে ধরলাম। দেখুন তো আপনার সাথে মিলে যায় কি না!
- চুলে রেগুলার হিট স্টাইলিং টুল; যেমনঃ স্ট্রেইটনার ইউজ করা।
- সূর্যের প্রখর তাপে চুল খোলা রেখে অতিরিক্ত ঘোরাঘুরি করা।
- অতিরিক্ত চুল ধোয়া।
- অতিরিক্ত চুল ব্রাশ করা অথবা যথেষ্ট ব্রাশ না করা।
- আপনার চুল কোঁকড়া হলে।
- নিয়মিত ব্লো ড্রাই করা।
- চুলে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করা।
- চুল ব্লিচ এবং কালার করা।
- আবহাওয়াজনিত কারণ।
- অতিরিক্ত গরম তেল ব্যবহার করা।
- বংশগত কারণ।
- এছাড়াও চুল ঘষে ঘষে মোছা বা খুব মোটা তোয়ালে ইউজ করলে চুল ফ্রিজি হয়ে যায়।
আনম্যানেজেবল আর ফ্রিজি চুলের জন্য স্পেশাল হেয়ার প্যাক
আমার চুলও খুব ড্রাই, আনম্যানেজেবল আর ফ্রিজি। আমি জানি এটি কতোটা বিরক্তিকর। তাই আমি চুলের একটু আলাদা কেয়ার নিই; যেমনঃ শ্যাম্পু, তেল দেওয়ার পাশাপাশি সপ্তাহে একদিন হেয়ারপ্যাক দেই। আজ আপনাদের সাথে শেয়ার করবো ৩ টি হেয়ারপ্যাক, যা আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি জোগাবে এবং বাইরে থেকে চুলকে করে তুলবে সিল্কি ও শাইনি।
রাজকন্যা হেয়ার রিপেয়ার মাস্ক
এই হেয়ার রিপেয়ার মাস্কে আছে আমলা, হেনা, নিম, রিঠা; যা-
- চুল পড়া কমাবে।
- খুশকি কমাবে।
- চুলের আগা ফাটা, রুক্ষভাব কমিয়ে চুলকে করে শাইনি আর হেলদি।
যেভাবে ব্যবহার করবেন
- আপনার চুল অনুযায়ী ১/২ চামচ অথবা পরিমাণ মতো হেয়ার রিপেয়ার মাস্ক নিন।
- তাতে দুই চামচ টকদই আর এক চামচ কোকোনাট অয়েল মিশিয়ে নিন।
- এরপর এই হেয়ারপ্যাক চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন।
- ৪০/৪৫ মিনিট অপেক্ষা করুন এবং ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।
দেখবেন চুলের রুক্ষভাব একদম থাকবে না।
প্রোটিন প্যাক
এই হেয়ারপ্যাক চুলের ময়েশ্চার লক করে চুলকে করবে এক্সট্রা শাইনি আর সফট। এই প্যাক ইউজ করলে দেখবেন চুলে বারবার হাত দিতে মন চাইবে।
যেভাবে ব্যবহার করবেন
- এই প্যাক বানাতে আপনার লাগবে একটা ডিম, ২ চামচ অ্যালোভেরা জেল, অর্ধেক লেবুর রস, এক চামচ অলিভ অয়েল।
- এক্ষেত্রে আপনার চুল অনুযায়ী এগুলোর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।
- সবগুলো উপাদান একসাথে মিশিয়ে প্যাকটা খুব ভালো করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন।
- ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা অপেক্ষা করুন এবং ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।
আর্গান অয়েল
যারা বেশি ঝামেলায় যেতে চান না বা সময় খুব কম তাদের জন্য আর্গান অয়েল বেস্ট অপশন। এটি চুলের ফ্রিজিনেস একদম কমিয়ে চুলকে করে সফট ও হেলদি।
যেভাবে ব্যবহার করবেন
- শ্যাম্পুর ২/১ ঘন্টা আগে আর্গান অয়েলের সাথে নারিকেল তেল মিশিয়ে নিন।
- চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে ম্যাসাজ করে নিবেন।
- এরপর শ্যাম্পু করে নিবেন।
আর্গান অয়েল ফ্রিজি ও ড্রাই হেয়ার এর জন্য বেস্ট অপশন।
আনম্যানেজেবল হেয়ারের জন্য টিপস
- শ্যাম্পুর পর সবসময় কন্ডিশনার ব্যবহার করবেন।
- এক্ষেত্রে ট্রেসিমি কেরাটিন স্মুথ শ্যাম্পু, কন্ডিশনার খুব ভালো অপশন।
- ফ্রিজি হেয়ারের জট ছাড়াতে সবসময় বড় দাঁড়ার চিরুনি ব্যবহার করুন। এক্ষেত্রে কাঠের চিরুনি হলে ভালো।
- ভিটামিন ই সমৃদ্ধ ন্যাচারাল অয়েল ব্যবহার করুন। অন্তত সপ্তাহে তিন দিন তেল লাগিয়ে, তোয়ালে গরম পানিতে ভিজিয়ে মাথা ঢেকে রাখুন ৩০ মিনিট এর মত। এতে করে শোষণ ক্ষমতা বাড়ে। নারিকেল তেল এবং অলিভ তেল ব্যবহার করতে পারেন।
- অ্যাপল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে চুলে গোসলের আগে স্প্রে করুন।
ফ্রিজি চুলের সমস্যা সমাধানে এই ছিল ৩ টি স্পেশাল হেয়ার প্যাক! এছাড়াও জানলেন ফ্রিজি হওয়ার কারণগুলো। আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। অথেনটিক হেয়ার কেয়ার প্রোডাক্টস কিনতে আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।
ছবি- সাজগোজ
The post ফ্রিজি চুলের সমস্যা সমাধানে ৩ টি স্পেশাল হেয়ার প্যাক! appeared first on Shajgoj.