Quantcast
Viewing all articles
Browse latest Browse all 3048

বাজেট ফ্রেন্ডলি বেস্ট কোয়ালিটির ফেইস ওয়াশ খুঁজছেন?

রেগুলার স্কিন কেয়ারে ক্লেনজিং তো মাস্ট! ঘুম থেকে উঠে আর বাইরে থেকে ফিরে আমরা আগে মুখটা ধুয়ে ফেলি, তারপর বাকী সব কাজ! মুখ ধোয়ার জন্য স্কিন টাইপ অনুযায়ী ভালো মানের ফেইস ওয়াশ খুবই প্রয়োজন। যেহেতু প্রতিদিনই ইউজ করতে হচ্ছে, বাজেটের একটা বিষয় কিন্তু চলেই আসে। স্টুডেন্টরা প্রায়ই জানতে চায় বাজেট ফ্রেন্ডলি কিন্তু ভালো মানের ক্লেনজার সম্পর্কে। কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ হবে না, কিন্তু দামটা যেন হাতের নাগালে থাকে, এমন প্রোডাক্ট খুঁজছেন কি? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য!

বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ ও পারসোনাল রিভিউ

Rajkonna Acne Fighting Facial Wash With Jojoba Beads

আমাদের দেশে আবহাওয়াতে ব্রণ বা পিম্পলের সমস্যা একটু বেশিই হয়। রাজকন্যা একনে ফাইটিং ফেসিয়াল ওয়াশ মাইল্ড রিফ্রেশিং ফ্লেভারযুক্ত, ফেইসকে হাইড্রেটেড রাখে মুখ ধোয়ার পরও। এতে আছে জোজোবা বিডস, যা ত্বককে খুবই আলতোভাবে এক্সফোলিয়েট করে। স্কিনের জন্য হার্শ কোনো ক্যামিকেল নেই। ফেইসওয়াশটিতে আছে Centella Asiatica (থানকুনি পাতা) যার অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোপার্টি ব্রণের জীবাণুর সাথে ফাইট করে। আপনার ফেইসের ব্রণের সমস্যার সল্যুশনে “রাজকন্যা একনে ফাইটিং ফেসিয়াল ওয়াশ উইথ জোজোবা বিডস” নিতে পারেন নিশ্চিন্তে। অয়েলি আর একনে-প্রন স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি বেস্ট ডিল বলা চলে একে, একদম হাতের নাগালে দাম!

Image may be NSFW.
Clik here to view.

LILAC Brightening Face Wash Dry And Sensitive Skin

ড্রাই ও সেনসিটিভ স্কিনের জন্য এই ফেইস ওয়াশটি বেশ ভালো কাজ করে। এতে আছে গ্রিন টি, অ্যালোভেরাসহ আরও অনেক স্কিন বেনিফিসিয়াল উপাদান। ড্রাই স্কিনের জন্য ক্লেনজার খুঁজতে বেশ ঝামেলায় পরেন অনেকেই! লাইলাকের এই ফেইস ওয়াশটি আপনার ড্রাই স্কিনকে কোমল ও সতেজ রাখবে, স্কিনের রুক্ষভাবও কমে আসবে, সেই সাথে স্কিন ডিপলি ক্লিন করবে। এতে আপনার ত্বক অনেক ফ্রেশ দেখাবে। যারা মোটামুটি বাজেটের মধ্য়ে ড্রাই স্কিনের জন্য ভালো প্রোডাক্ট খুঁজছেন, তারা এটি নিশ্চিন্তে নিতে পারেন।

Simple Kind To Skin Refreshing Facial Wash Gel

সিম্পলের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো বেশ জনপ্রিয়। যারা মোটামুটি বাজেটের মধ্যে ভালো ব্র্যান্ডের ফেইস ওয়াশ খুঁজছেন, তাদের জন্য বেশ ভালো একটি চয়েস এটি। লাইট ওয়েট ফর্মুলা, জেল বেসড, রিফ্রেশিং ফিল দেয় আর ১০০ ভাগ সোপ ফ্রি। প্রো ভিটামিন বি৫ যুক্ত এই ফেইস ওয়াশটি স্কিনকে জেল্টলি ক্লিন করে, সেই সাথে ত্বককে কোমল রাখে। আর্টিফিশিয়াল কালার না থাকায় সেনসিটিভ স্কিনেও আপনি এটা ইউজ করতে পারবেন।

Rajkonna Glow Booster Facial Wash With Jojoba Beads

Image may be NSFW.
Clik here to view.

রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ, এতে রয়েছে রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট ও ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্ট এর গুণাগুণ, যা ত্বকের যত্নে অতুলনীয়। অল টাইপ স্কিনে স্যুট করবে এটা। ত্বককে ডিপলি পরিষ্কার করে একটি ফ্রেশ ফিল দেয় সাথে সাথেই। পোর রিফাইন করে, সেই সাথে আরও অনেক বেনিফিট পেয়ে যাবেন এই একটি প্রোডাক্টে। আমাদের স্কিনের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হলো, স্কিনকে প্রোপারলি ক্লিন করার পাশাপাশি স্কিন যাতে ওভারড্রাই না হয়ে যায়, সেটা খেয়াল রাখা। এই ফেইস ওয়াশটি স্কিনকে ড্রাই করে ফেলে না, স্কিনে এজিং সাইন আসলে সেটাকেও টার্গেট করে কাজ করবে। আর দামটাও হাতের নাগালে কিন্তু।

Cetaphil Gentle Skin Cleanser Face & Body

নন-কমেডোজেনিক, ক্লিনিকালি টেস্টেড, সেনসিটিভ স্কিনের জন্যও দারুণ কার্যকরী। মিডিয়াম প্রাইস রেঞ্জের মধ্যে এটি খুবই ভালো একটি প্রোডাক্ট। সব ধরণের স্কিনে স্যুট করে, ত্বককে পরিষ্কার করার পাশাপাশি হাইড্রেটেড রাখে। এটা সোপ ফ্রি এবং আর্টিফিশিয়াল কোনো সুগন্ধ নেই, যার কারনে এটা ত্বকের জন্য বেশ মাইল্ড।

LILAC Brightening Face Wash Oily And Combination Skin

লাইলাকের এই ফেইস ওয়াশটি পারসোনালি আমার বেশ পছন্দের। আমার অয়েলি স্কিনে এটা বেশ ভালো কাজ করে। এতে আছে অ্যাক্টিভেটেড ব্যাম্বু চারকোল (Activated bamboo charcoal) যেটা ত্বকের উপরিভাগের ময়লা আর এক্সেস অয়েল রিমুভ করে ডিপ ক্লেনজিংয়ের কাজ করে। সেই সাথে মাইল্ডলি এক্সফোলিয়েট করে, এতে স্কিন ফ্রেশ ও ব্রাইট দেখায়। অয়েলি টু কম্বিনেশন স্কিনের অধিকারী হলে, এই ফেইস ওয়াশটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে।

Image may be NSFW.
Clik here to view.

তো এই ছিল বাজেট ফ্রেন্ডলি বেস্ট কোয়ালিটির ফেইস ওয়াশের সাজেশন। বিউটি রিলেটেড যেকোনো সাজেশনের জন্য সাজগোজ সবসময়ই আছে আপনার পাশে। স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

ছবি- সাজগোজ

The post বাজেট ফ্রেন্ডলি বেস্ট কোয়ালিটির ফেইস ওয়াশ খুঁজছেন? appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3048

Trending Articles