Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

যেভাবে বুঝবেন আপনার শিশুর স্বাভাবিক বিকাশ ঘটছে!

$
0
0

শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঠিক মত হচ্ছে কিনা বিষয়টি নিয়ে বেশির ভাগ বাবা মা-ই কিছুটা চিন্তিত থাকেন । কোন বয়সে কতটুকু বিকাশ স্বাভাবিক এ সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই । সুস্পষ্ট ধারণার অভাবে অনেকেই শিশুর Developmental delay-র বিষয়টি বুঝতে পারে না চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ ধাপগুলোকে বলা হয় ” Developmental Milestones”। জেনে নেয়া যাক, কিছু গুরুত্বপূর্ণ মাইলস্টোনস , যা শিশুর সঠিকভাবে বেড়ে ওঠা নির্দেশ করে ।

৬ সপ্তাহ :

  • শিশু eye contact করবে । কারো কারো ক্ষেত্রে সময়টা ৬-৮ সপ্তাহ ।
  • কিছুটা Head Control করতে পারে । তবে ঘাড় শক্ত হবে ৬ মাসের কাছাকাছি সময়ে ।
  • সোশ্যাল স্মাইল সাধারনত ৬ সপ্তাহে বয়সে ই শুরু হয় ।
  • ৬-৮ সপ্তাহে শিশু “cooing” শুরু করবে । cooing বলতে vowel উচ্চারন করা বোঝায় যেমন : “আ” “ও”

## ৪মাস :

  • এ সময় cooing ওয়েল স্ট্যাব্লিশড হয় ।
  • শিশু বাবলিং করতে শুরু করবে । বাবলিং বলতে consonant উচ্চারণ বোঝায় যেমন : “বা” “না”

৬ মাস :

  • পিছনে কোনো সাপোর্ট ( যেমন : বালিশ ) দিলে বসতে পারবে । তবে independent sitting সাধারনত ৭-৮ মাসে হয় । ৬ মাসে বাবলিং well established হয় ।
  • ৬-১০ মাসে শিশু হামাগুড়ি দিবে ।

১২ মাস :

  • দাঁড়াতে শিখবে ।
  • হাত তালি এবং হাত নেড়ে বাই বাই দেখানো শিখবে ।
  • মা /বাবা এমন ছোটো ছোটো শব্দ বলতে পারবে ।
  • আঙ্গুল দিয়ে কিছু দেখালে সেদিকে তাকাবে । নিজেও pointing করা শিখবে ।

১৮ মাস :

  • হাঁটতে শিখে যাবে । কিছু বললে বুঝতে পারবে ।
  • শরীরের বিভিন্ন অংশ যেমন চোখ,নাক আঙ্গুল দিয়ে দেখাতে পারবে । •Pretend play : টি-সেট , খেলনা কিংবা কিচেন সেট দিয়ে খেলবে ।

৩.৫- ৪ বছর :

  • কথা আরো স্পষ্ট হবে । বাবা মা ভাই বোনের সাথে কনভারসেশন করতে পারবে ।
  • ভাই বোন কিংবা সমবয়সীদের সাথে খেলবে । কারো কারো ক্ষেত্রে উল্লিখিত সময়ের চেয়ে কিছুটা কম-বেশি হতে পারে । তবে সেই ব্যবধান অবশ্যই খুব বেশি নয় । এগুলো তো গেলো বেড়ে ওঠার ধাপ । তবে অটিজম সম্পর্কেও আমাদের ধারণা থাকা দরকার । অটিজম শব্দটির সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত । সাম্প্রতিক সময়ে অটিজম বিষয়টি অনেক বেশি আলোচিত হওয়ায় বাবা মায়েরাও আগের চেয়ে বেশি সচেতন হচ্ছেন । জেনে নেয়া যাক অটিজমের কিছু রেড ফ্ল্যাগ সিগন্যাল ।

রেড ফ্ল্যাগ ফর অটিজম :

১. একবছর বয়সেও যদি বাবলিং না করে । আঙ্গুল দিয়ে কোন কিছু নির্দেশনা করলেও যদি না তাকায় ।

২. কোনো কিছুর প্রতি যদি আগ্রহ প্রকাশ না করে এবং কারো সাথে এক্টিভিটিস শেয়ার না করে ।

৩. ১ বছর ৪ মাস বয়সেও যদি একটি বর্ণ উচ্চারণ না করে । এবং ২বছর বয়সেও যদি দুই শব্দ বলতে না পারে ।

৪. যে কোনো বয়সে শেখানো ভাষা বা সোশ্যাল স্কিল ভুলে যেতে শুরু করলে । ভালো থাকুন । সুস্থ্য থাকুন । শুভ কামনা সবার জন্য।

লিখেছেন –  ডাঃ মোশাররাত জাহান কণা

ছবি – মাইবেবিজোন.টিকে


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles