আমার ভাইকে দেখে আমার মাথায় বেশ কিছু প্রশ্ন কয়েকদিন ধরেই ঘুরছে। কয়েক দিন ধরেই বলছে যে আমার চুল পড়ছে, শীত চলে গেল কিন্তু খুশকি যাচ্ছে না! কিন্তু চুল পড়া বা খুশকি কমানো নিয়ে সে কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না। যত্ন নেয়ার কথা বললেই বলে, “ছেলেদের আবার কিসের যত্ন” তাই সেইম কিছু প্রশ্ন আমি কয়েকজনকে করেছি। অবাক হয়ে দেখলাম সব ছেলেদেরই সেইম উত্তর!!!র
প্রশ্নঃ স্কিন কেয়ার করার জন্য কী কী করা হয়?
– বাইরে থেকে এসে মাঝে মধ্যে ফেইস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলি! আর মুখ শুষ্ক লাগলে হাতের কাছে যা পাই লোশন বা ক্রিম মেখে নিই।
প্রশ্নঃ চুলে কী কী দেয়া হয়?
– শ্যাম্পু ছাড়া আর কী দিবো!!
প্রশ্নঃ সপ্তাহে চুলের যত্নে কিছু করা হয়?
– সময় নেই কিছু করার।
প্রশ্নঃ চুলে কী কী সমস্যা ফেইস করেন?
– চুল পড়ে, রাফনেস, ইদানিং চুল পেকে যাচ্ছে, খুশকি হয়, আরও কত কী!
এই প্রশ্নগুলো আমি ২৬ থেকে ৩৫ বছর বয়সের ছেলেদের করি এবং সবার উত্তরই প্রায় একরকম। চুলের যত্নের ক্ষেত্রে এমন সমাধান চায় যা ঝটপট কাজ করবে। তাই আজকে আমি এমনই কিছু টিপস শেয়ার করছি যাতে খুব সহজেই হেয়ার কেয়ার করে নিতে পারবেন। নিজের একটু যত্নের জন্য ১০ মিনিট সময় তো দিতেই হবে। তবে চলুন জেনে নেয়া যাক।
ছেলেদের চুলের রাফনেস কমানোর টিপস
১। সপ্তাহে ১-২ বার চুলে হট অয়েল ম্যাসাজ নিতে হবে। নারিকেল তেলের সাথে চাইলে ক্যাস্টর অয়েল, বাদাম তেল কয়েক ড্রপ দিয়ে ম্যাসাজ নিতে পারেন। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে। চুল পড়া অনেকটাই কমে আসবে। চাইলে কয়েক ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন, এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপারটিজ রয়েছে। ফলে খুশকির সমস্যা অনেকটাই কমে আসবে।
২। কাজের জন্য বা অন্য কোন কারণে হলেও ছেলেদের বাহিরে যেতে হয়। বাহিরে থেকে এসে চুল পরিষ্কার করে নিন। ঘাম আর ময়লা ক্লিন হয়ে যাবে। মাথার তালু পরিষ্কার থাকবে। সেই সাথে খেয়াল রাখুন, চুল যাতে ভালোভাবে শুকিয়ে যায়।
৩। প্রয়োজন বুঝে শ্যাম্পু সিলেক্ট করুন। খুশকি থাকলে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন, এতে খুশকি কমে আসবে।
৪। অনেকেই কন্ডিশনার ব্যবহার করতে চান না। কিন্তু চুলের রাফনেস কমাতে কিন্তু কন্ডিশনারের জুড়ি নেয়। বেশির ভাগ মানুষই সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করে থাকে। এতে প্রোপার ওয়েতে চুল পরিষ্কার হলেও একটু রাফ হয়ে যায়। তাই কন্ডিশনার ব্যবহার করতে হবে। আর খেয়াল রাখুন কন্ডিশনার যাতে স্ক্যাল্পে না লেগে যায় এবং ২-৩ মিনিট রেখে চুল ধুয়ে ফেলবেন।
৫। চুলের রাফনেস কমাতে একটি ম্যাজিক শিখিয়ে দেয়! এই ট্রিক আমি নিজে সপ্তাহে একদিন হলেও ফলো করি। চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। যতটুকু পানি নিবেন তার একভাগ ভিনেগার নিবেন। একটি ছোট স্প্রে বোতলে নিয়ে পুরো চুলে স্প্রে করুন। ১০-১৫ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের রাফনেস কমে যাবে, পি এইচ ব্যালেন্স হবে। এটি মাথার ত্বকে ব্যাক্টেরিয়াল অ্যাটাক কমাতেও হেল্প করবে।
৬। ছেলেরা প্যাক অ্যাপ্লাই করতে চায় না। কিন্তু খুশকি হলে তো একটু এক্সট্রা যত্ন নিতেই হবে, তাই না? তেলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে নিন। ১ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। এতে খুশকি গায়েব হবে আর লেবুর রস কিন্তু প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। তবে সরাসরি লেবু ত্বকে লাগাবেন না।
৭। কাজের তাগিদে অনেককেই বাইক চালাতে হয়। হেলমেটের মধ্যে ময়লা থাকলেও কিন্তু চুল পড়া, খুশকির সমস্যা হয়ে থাকে। তাই হেলমেট সব সময় পরিষ্কার রাখুন। আর হেলমেট পড়ার ফলে গরমে মাথা ঘেমে যায়। তাই বাসায় ফিরে চুল ভালোভাবে ধুয়ে ফেলবেন।
৮। সময়ের অভাবে কন্ডিশনার বা অন্য কিছু চুলে অ্যাপ্লাই করা হয় না? তাই ঝটপট চুলকে সফট করতে অ্যাপ্লাই করতে পারেন হেয়ার সিরাম। আধভেজা চুলে কয়েক ফোঁটা হেয়ার সিরাম মেখে নিন, চুল নিয়ে আর কোনও চিন্তাই থাকবে না!
৯। কাজের প্রেসার, জেনেটিক্যাল ইস্যু বা অনেক কারণেই কম বয়সেই চুল পেকে যায়। অনেকেই ক্যামিকেলযুক্ত কালার অ্যাপ্লাই করতে চান না। তারা চুলে প্রাকৃতিক কালারের জন্য মেহেদি ব্যবহার করতে পারেন। মেহেদি চুল কালারের সাথে সাথে হেয়ার ফলিক্যাল শক্তিশালী করে, গোড়া মজবুত করে।
১০। চুলকে সেট করতে জেল ব্যবহার করে অনেকেই। জেল অ্যাপ্লাই কিন্তু আরেকটি কারণ চুল পড়ার জন্য। বাসায় আসার পর হেয়ার ওয়াশ করে শুকিয়ে নিবেন। আর ভালো ব্র্যান্ডের জেল ব্যবহারে কিন্তু চুল পড়া অনেকটাই রোধ হবে।
প্রতিদিন নিজেকে একটু সময় দিলেই কিন্তু চুল পড়া, রাফনেস বেড়ে যাওয়া, চুল পাকা, খুশকির সমস্যা অনেকটাই কমে আসবে। সমস্যা শুধু বললেই হবে না, সমাধান পাওয়ার জন্য একটু কাজ করতেই হবে, তাই না? এই ছিল আজকের ছেলেদের চুলের সমস্যা সমাধানে জন্য ঝটপট কিছু টিপস।
অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে আমার সবসময়ই ভরসা শপ.সাজগোজ.কম। অনলাইনে অর্ডার করে ঘরে বসেই প্রোডাক্ট হাতে পেয়ে যায়। আর সাজগোজের দুইটা আউটলেট আছে, যেটা যমুনা ফিউচার পার্ক আর সীমান্ত সম্ভারে অবস্থিত। আপনার প্রয়োজনমতো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্ট, ইভেন আপেল সিডার ভিনেগার- সবই পেয়ে যাবেন সাজগোজে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ছবি- সাজগোজ
The post ছেলেদের চুলের রাফনেস এবং খুশকি দূর করুন খুব সহজেই appeared first on Shajgoj.