বিয়ের দাওয়াত বা কোন অনুষ্ঠানে যাচ্ছেন, অনেক সময় নিয়ে মেকআপ করলেন। কিন্তু অনুষ্ঠানে যেতে না যেতেই মেকআপ নষ্ট হয়ে গেল, খুব খারাপ লাগে তাই না? আর আমাদের দেশে বেশির ভাগ সময়ই গরম থাকে। ফলে গরমে একটুতেই মেকআপ গলে যায়, চোখের মেকআপ ফেইড হয়ে যায় কিংবা ঘেমে মাশকারা বা কাজল লেপটে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা ফেইস করতে হয়। আর তাই এসব সমস্যা এড়িয়ে মেকআপকে পারফেক্ট রাখতে দরকার সেটিং স্প্রে এর। তাই চলুন আজকে দারুণ ৩টি সেটিং স্প্রে নিয়ে জেনে নেই।
মেকআপ সেট রাখতে দারুণ ৩টি সেটিং স্প্রে
1. Urban Decay All Nighter Setting Spray
Urban Decay All Nighter Setting Spray ব্যবহারে মেকআপ ১৬ ঘণ্টা পর্যন্ত ঠিক থাকবে। মেকআপের ওয়ার্ল্ডে Urban Decay All Nighter Setting Spray এর জনপ্রিয়তা সবাই জানে। মেকআপ গলে যাওয়া কিংবা মেকআপকে সেট রাখতে এই স্প্রে এর কার্যকারিতা অনেক।
(১) এই সেটিং স্প্রে ব্যবহারে ফাউন্ডেশন মেল্ট হয় না।
(২) এটি ত্বকের ফাইন লাইনসকে স্মুথ করে, যার ফলে মেকআপটি দেখতে সুন্দর লাগে।
(৩) এটি মাইল্ড স্মেলের স্প্রে। তাই এর স্মেলে কোনো সমস্যা হয়না।
(৪) ব্যবহারের পর খুব রিফ্রেশিং একটি লুক দেয়।
(৫) মেকআপ একদমই স্মাজ করেনা বা ছড়িয়ে যায় না।
(৬) সারাদিন বাহিরে থাকলেও মেকআপকে ফ্রেশ দেখায় এবং ফেইসকে ড্রাই করে না।
(৭) মেকআপের অতিরিক্ত পাউডারি লুকটা থেকে মুক্তি পাওয়া যায়।
(৮) এই সেটিং স্প্রেটি খুব লাইট ওয়েটের। তাই স্প্রে করলে আলাদা কিছু ফেইসে অ্যাপ্লাই হয়েছে টা বুঝা যায়না।
(৯) স্কিন টাইপ কম্বিনেশন, ড্রাই বা অয়েলি যা-ই হোক না কেন, এই স্প্রেটি সব টাইপের স্কিনের জন্যই উপযোগী।
2. NEOGEN – Dermalogy All Day Locking Fixer
সেটিং স্প্রে কিনতে গেলে আমরা কোন বিষয়টি খেয়াল করি বলুন তো? ফেইসের অয়েল যাতে কন্ট্রোলে থাকে, তাইনা? একই সাথে ত্বকেও যেন হাইড্রেশনও প্রভাইড করে। এমনই একটি সেটিং স্প্রে হচ্ছে- NEOGEN – Dermalogy All Day Locking Fixer।
(১) এই সেটিং স্প্রেতে ৩টি দারুণ উপাদান রয়েছে। গ্রিন-টি, অ্যালোভেরা, হার্টলিফ।
(২) ওয়াটার লেয়ারের স্প্রে, ফলে স্কিনের ডীপ লেয়ারে গিয়ে হাইড্রেশন প্রভাইড করে।
(৩) ওয়েটলেস হওয়ায় খুব তাড়াতাড়ি ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে।
(৪) ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট থাকায় স্কিনে কোন ধরনের ইরিটেশন হয় না।
(৫) পোরসের ভেতরে গিয়ে কাজ করে।
(৬) স্কিনের অয়েল কন্ট্রোল করে থাকে, ফলে মেকআপ ফ্রেশ দেখায়।
(৭) লং টার্মের জন্য স্কিনের মশ্চারকে লক করে রাখে। এর ফলে মেকআপ ড্রাই দেখায় না।
(৮) মেকআপকে করে স্মুথ এবং ইভেন।
(৯) মেকআপকে লং টার্মের জন্য ফিক্সড করে রাখে।
(১০) যেহেতু এই স্প্রেটি অয়েল কন্ট্রোল করার পাশাপাশি হাইড্রেশনও প্রভাইড করে থাকে, তাই এই স্প্রে যেকোন স্কিন টাইপেই খুব ভালো কাজ করে।
3. Makeup Revolution Pro Fix Oil Control Fixing Spray
মেকআপের পর অনেকের মেকআপ নষ্ট হয়ে যায়, শুধুমাত্র ফেইসে অয়েল জমার ফলে। মেকআপ করার পর ফেইস যেন অয়েলি না হয় সেটাই কিন্তু আমাদের বড় একটি কনসার্ন। আর এই অয়েল কন্ট্রোলের জন্য ব্যবহার করতে পারেন Makeup Revolution Pro Fix Oil Control Fixing Spray। এটি ত্বকে-
(১) ম্যাট ফিনিশিং দিয়ে থাকে।
(২) স্কিনকে হাইড্রেট করে।
(৩) মেকআপের পর স্কিনে একটা ব্রাইট লুক দেয়।
(৪) অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে।
(৫) মেকআপকে লং টার্মের জন্য ফিক্সড রাখে।
(৬) মেকআপের স্মুথ ফিনিশিং দেয়।
আমার ভালো লাগার স্প্রে
আমি বিভিন্ন ব্র্যান্ডের সেটিং স্প্রে ব্যবহার করেছি। এর মধ্যে আমার ভালো লাগার স্প্রে হচ্ছে NEOGEN – Dermalogy All Day Locking Fixer। এটি ভালো লাগার কারণ হচ্ছে- এতে সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। যার ফলে ত্বকে কোন ইরিটেশন হয় না। আর এটি আমার ত্বকে অয়েল কন্ট্রোল করে, মেকআপকে লং লাস্টিং করে।
দাম নিয়ে ভাবছেন?
হাই এন্ডের মধ্যে যদি সেটিং স্প্রে খুঁজেন তাহলে Urban Decay All Nighter Setting Spray ব্যবহার করতে পারেন। আমি আগেই বলেছি মেকআপের জগতে এই স্প্রেটির জনপ্রিয়তা অন্যরকম। এর দাম ৪,৬০০ টাকা। দাম বেশি হলেও এর কার্যকারিতা কিন্তু দারুণ।
আর যদি একটু রিজনেবলের মধ্যে খুঁজে থাকেন তাহলে NEOGEN – Dermalogy All Day Locking Fixer নিতে পারেন। এর দাম মাত্র ১১৫০ টাকা।
আর বাজেন্ট ফ্রেন্ডলি আরেকটি স্প্রে হচ্ছে- Makeup Revolution Pro Fix Oil Control Fixing Spray। এর দাম ৭৫০ টাকা।
কোথায় পাওয়া যাবে?
এই সব কয়টি সেটিং স্প্রে পেয়ে যাবেন শপ.সাজগোজ.কম এ। অথেনটিক সব প্রোডাক্টটের জন্য সাজগোজই আমার ভরসা। এছাড়া আউটলেট থেকে গিয়েও কিনতে পারেন। যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত। এছাড়া স্কিন বা হেয়ার কেয়ার রিলেটেড কোন প্রোডাক্ট কিনতে চাইলেও সাজগোজ থেকে নিতে পারে।
আমার আরেকটি ব্যাপার ভালো লেগেছে যা আপনাদের সাথে শেয়ার না করলেই না। আমার স্কিন বা হেয়ার রিলেটেড কোন সমস্যা ফেইস করলে আমি সাজগোজের পেইজে ইনবক্স করি। আর আমার সমস্যা শুনে আমাকে সঠিক সলিউশনও দিয়ে থাকে।
আশা করি, আজকে আর্টিকেলটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
The post মেকআপ দীর্ঘসময়ের জন্য সেট রাখতে দারুণ ৩টি সেটিং স্প্রে appeared first on Shajgoj.