Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!

$
0
0

আমার মতো অনেকেরই পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন আই মেকআপ করতে। আর আই মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আইশ্যাডো খুবই গুরুত্বপূর্ণ। আমি আই মেকআপের জন্য বিভিন্ন ব্র্যান্ডের আইশ্যাডো প্যালেট ব্যবহার করেছি এবং রিসেন্টলি আই-মেকআপের জন্য ৩টি নতুন প্যালেট ব্যবহার করেছি, যা ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাইড। আর প্রিমিয়াম কোয়ালিটির ৩টি প্যালেট পেয়েছি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসেও। আর ব্র্যান্ডটি হচ্ছে- নিরভানা কালার আইশ্যাডো প্যালেট।  আমার মতো যারা আই মেকআপ পছন্দ করেন তাদের জন্য ভাবলাম এই ৩টি দারুণ আইশ্যাডো প্যালেটের সোয়াচ এবং কোয়ালিটি নিয়ে রিভিউ লিখে ফেলি। তো চলুন এই দারুণ ৩টি আইশ্যাডো প্যালেট নিয়ে রিভিউ শুরু করা যাক।

1. Nirvana Color Eye shadow Palette – Not For Man ( নিরভানা কালার আইশ্যাডো প্যালেট – নট ফর ম্যান)

নিরভানার এই আইশ্যাডো প্যালেটটিতে আছে ১০টি ডিফরেন্ট শেড। যারা পিংক কিংবা কোরাল শেড পছন্দ করেন তাদের জন্য এটি পারফেক্ট একটি প্যালেট। এই প্যালেটটির শেডগুলোর নামগুলোও ভীষণ সুন্দর।

শেডগুলো হচ্ছে-

  • Malleable
  • Undressed
  • Mud Cake
  • Heroine
  • Rose Gold
  • Addiction
  • Corporate
  • Classy Lady
  • Disco Lover
  • Charcoal

ক্যাজুয়াল কিংবা রেগুলার লুকের সাথে খুব সুন্দর করে মানিয়ে যাবে Malleable এবং Undressed শেডটি। এই শেড দুইটি পিংকিস এবং ন্যুড একটি কালার। বেসিক আই মেকআপ কিংবা ন্যুড মেকআপে এই ২টি শেড খুব সুন্দর ভাবে মানিয়ে যায়। যারা একটু ওয়ার্মটোন মেকআপ পছন্দ করেন বা কোরাল শেড চান তাদের জন্য তিনটি শেড হচ্ছে – Mud Cake, Rose Gold এবং Addiction। আর যারা পিংক কিংবা সফট পিংক লুক পছন্দ করেন তাদের জন্য Corporate আর ডাস্টি পিংক আই মেকআপের জন্য Heroine শেডটি খুবই ভালো অপশন। স্মোকি আই লুক ক্রিয়েট করতে আছে Charcoal শেডটি। যারা গ্ল্যাম কিংবা পার্টি লুকে স্মোকি আই করতে চান এই শেডটি ব্যবহার করতে পারেন।

এবার বলি এই প্যালেটির আমার সবচেয়ে পছন্দের শেডের কথা।

এই প্যালেটে আমার সবচেয়ে পছন্দের দুটি শেড হচ্ছে Classy Lady এবং Disco Lover। হালকা গ্লিটারি কোরাল টাইপ শেডের জন্য Classy Lady এবং গর্জিয়াস গ্লিটারি লুক পেতে Disco Lover আমার খুব পছন্দের। শ্যামলা কিংবা উজ্জ্বল স্কিনটোন যা-ই হোক না কেন এই শেডটি সব স্কিনটোনে সুন্দর ভাবে মানিয়ে যায় এবং গর্জিয়াস লুক দেয়।

প্যালেটটি দেখতে কেমন?

ম্যাট অরেঞ্জ কালারের খুবই রিচ একটি লুক এই প্যালেটটির। প্যালেটটির শেডগুলোর সাথে মিল রেখে প্যাকেজিং করা হয়েছে, যা খুবই চমৎকার। আর এতে আছে আয়নাও। তাই কোথাও যাওয়ার সময় আলাদা মিরর ক্যারি করার ঝামেলাও হয়না।

এরপর বলা যাক পরের আইশ্যাডো প্যালেটটি নিয়ে।

Nirvana Color Eye shadow Palette – Memorable Evening ( নিরভানা কালার আইশ্যাডো প্যালেট – মেমোরেবল ইভেনিং)

প্যালেটটির নাম দেখেই বোঝা যাচ্ছে এই প্যালেটটি নাইট আউট কিংবা পার্টির জন্য এটি পারফেক্ট চয়েজ। এই প্যালেটটিতেও আছে ১০ টি শেড। শেডগুলো হচ্ছে-

  • Golden Glow
  • Drastic Red
  • Nostalgic
  • Shimmer Girl
  • Fruity
  • True Love
  • Cappuccino
  • Drama Queen
  • Golden Brid
  • Coal Dust

এবার শেডগুলো নিয়ে বলা যাক। Nostalgic, Fruity এই দুটি শেড হচ্ছে ব্রাউনিস টোনের ২টি শেড। ব্রাউন লিপস্টিক কিংবা আউটফিটের সাথে সুন্দর ভাবে মানিয়ে যাবে এই ডিপ ব্রাউন এবং ম্যাট ব্রাউন শেডগুলো। এই প্যালেটের আরেকটি দারুণ সুন্দর শেড হচ্ছে Drastic Red। ফল লুক কিংবা নাইট গ্ল্যাম লুকের সাথে খুব সুন্দর মানিয়ে যাবে এই শেডটি। আর এই প্যালেটের গ্ল্যামারাস তিনটি শেড হচ্ছে Cappuccino, Golden Glow এবং Golden Bride। শিমারি কপার কালার, গোল্ডেন এবং গর্জিয়াস পিচ গোল্ডেন এই শেডগুলো পার্টি কিংবা দাওয়াতের জন্য একদম পারফেক্ট। আর সবচেয়ে ভালো  দিক হচ্ছে, যেকোনো স্কিনটোনের সাথে খুব সুন্দর ভাবে মানিয়ে যায় এই শেডগুলো। যারা স্মোকি আই মেকআপ করতে চান, তাদের জন্য এই প্যালেটে আছে Coal Dust শেডটি।

এবার আসি এই প্যালেটটির আমার সবচেয়ে পছন্দের শেড নিয়ে।

এই প্যালেটটির সবচেয়ে পছন্দের শেড হচ্ছে Shimmer Girl এবং Drama Queen। পিচ গ্লো এবং গ্লিটারি ব্রাউন শেড দুটি গর্জিয়াস লুক কিংবা ইভেনিং আউটিং এর জন্য আমার রিসেন্ট ফেভারিট। আর এই শেডগুলোর পিগমেন্টেশন খুবই সুন্দর।

প্যালেটটির প্যাকেজিং কেমন?

বেরি কালারের খুবই এলিগেন্ট একটি প্যাকেজিং এই প্যালেটটির। পশ মার্বেলি একটি লুক পাওয়া যায় এর প্যাকেজিং এ। এই আইশ্যাডো প্যালেটটির প্যাকেজিং কোনো অংশেই হাই-এন্ড ব্র্যান্ডের তুলনায় কম না।

এবার বলা যাক শেষের প্যালেটটি নিয়ে।

Nirvana Color Eye shadow Palette – I Will Be Back ( নিরভানা কালার আইশ্যাডো প্যালেট – আই উইল বি ব্যাক)

নিরভানা কালারের এই আইশ্যাডো প্যালেটটিতেও আছে ১০টি শেড। শেডগুলোর নাম হচ্ছে-

  • Caramel Corn
  • Snow White
  • Cinderella
  • Golden Hue
  • Dark Secret
  • Banana Shake
  • Posh Lady
  • Glossy Lead
  • Pearl Beauty
  • Relentless

এ প্যালেটটির ভালো একটি দিক হচ্ছে, এই প্যালেটটিতে আপনি প্রায় সব ধরনের শেড পেয়ে যাবেন। ব্রাউন থেকে শুরু করে কোরাল, পিংক, বেরি, ব্লু কিংবা হোয়াইট গ্লিটারি শেড- সবগুলোই আছে এই  একটি প্যালেটেই। ম্যাট লুক বা গ্ল্যামারাস লুক যা-ই করতে চান না কেন, এই প্যালেট দিয়ে সব লুক ফুটিয়ে তুলতে পারবেন খুব সুন্দর ভাবে। আর প্রতিটি শেডই সব ধরনের স্কিন টোনে মানিয়ে যায় দারুণভাবে।

এবার বলি এই প্যালেটটির আমার পছন্দের শেড নিয়ে।

আমার কাছে এই প্যালেটটির সবচেয়ে সুন্দর শেড হচ্ছে Relentless এবং Golden Hue। প্রথম শেডটি একটু বেরি টাইপ কালার, যা সব ধরনের স্কিনটোনেই দারুণ লাগে। আর দ্বিতীয় শেডটি কিছুটা গ্লিটারি পিংকিস মভ কালার। এটি আমার স্কিনকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে এবং এলিগেন্ট একটি লুক দিয়েছে।

এইতো বললাম তিনটি প্যালেটের শেড নিয়ে। এখন বলা যাক আর আইশ্যাডোর টেক্সশ্চার, দাম ও অন্যান্য দিক সম্পর্কে।

আইশ্যাডোগুলোর কোয়ালিটি কেমন?

  • আইশ্যাডো প্যালেট গুলোর প্রত্যেকটি শেড খুবই পিগমেন্টেড এবং টেকশ্চার প্রিমিয়াম কোয়ালিটির।
  • প্রত্যেকটি শেড আইলিডে খুব সুন্দর শাইনি একটি ইফেক্ট দেয় এবং একই সাথে ম্যাট ফিনিশ দেয়।
  • প্রত্যেকটি শেড খুবই স্মুদ, রিচ এবং ভেলভেটি ফিনিশ দেয়। আর এতে করে খুব সহজেই আইলিডে অ্যাপ্লাই করা যায়।
  • আইশ্যাডোগুলোর ফর্মুলা খুবই ভালো মানের হওয়ায় অল্প পরিমাণ লাগে এবং ব্লেন্ড করতেও অসুবিধা হয়না।

দাম নিয়ে ভাবছেন?

অনেকেই ভাবতে পারেন এত সুন্দর পিগমেন্টেড আর প্রিমিয়াম কোয়ালিটির অ্যাইশ্যাডো প্যালেট নিশ্চয়ই বাজেটের বাহিরে হবে! প্রথমে আমিও এমনটাই ভেবেছিলাম। কিন্তু দারুণ এই প্যালেটগুলোর প্রত্যেকটির দাম পড়বে মাত্র ৬৫০ টাকা! আমি হাই-এন্ড বেশ কিছু ব্র্যান্ড ব্যবহার করেছি, সেসব ব্র্যান্ডের আই প্যালেটের থেকে Nirvana Color Eye shadow Palette কোনো অংশেই কম না। বরং আমি এখন অনেক আর সাথে  কিন্ত দাম অনুযায়ী আমার কাছে এই প্যালেটগুলোকে বেস্ট মনে হয়েছে।

কোথায় পাবেন এই ৩টি দারুণ আইশ্যাডো প্যালেট?

আমি সাজগোজ থেকে অনলাইনে অ্যাপ এর মাধ্যমে অর্ডার করেছিলাম। এছাড়াও সাজগোজের ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি কিনতে চাইলে শপ.সাজগোজ.কম এ পেয়ে যাবেন। যারা নিজেরা দেখে শুনে কিনতে চান, তারা সাজগোজের যেকোনো আউটলেট থেকে কিনে ফেলতে পারেন।

এই ছিল নিরভানা কালার আইশ্যাডো প্যালেট তিনটির রিভিউ। আশা করছি, রিভিউটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

The post ৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ! appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles