Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

$
0
0

আমি অনেক ধরে অ্যাফোর্টেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যাট ফিনিশিং দেয় এবং লং লাস্টিং হয়। রিসেন্টলি আমি নিরভানা কালার লিকুইড লিপস্টিক এর ৬টি ভিন্ন শেডের লিপস্টিক ট্রাই করেছি। আর এই লিপস্টিকগুলো ব্যবহার করে মনে হলো লিপস্টিকগুলো সম্পর্কে রিভিউ লিখে ফেলি। তো চলুন শুরু করা যাক।

Moon Safari (মুন সাফারি)

Moon Safari শেডটি হালকা ব্রিক রেড টোনের। এই লিপস্টিকটি আমার ঠোঁটকে দীর্ঘ সময় পর্যন্ত সফট রেখেছিল। এই শেডটি আমার স্কিনে খুব সুন্দর ভাবে মানিয়েছে। যাদের গায়ের রঙ উজ্জ্বল কিংবা ফর্সা তাদের এই কালারটি ব্যবহার করলে আরো বেশি ব্রাইট দেখাবে, আর যাদের গায়ের রঙ একটু চাপা তাদের রঙের সাথে এই কালারটি খুব সুন্দর মিলিয়ে যাবে। অফিস লুক, রেগুলার ওয়্যার কিংবা যেকোনো পার্টি লুকে এই শেডটি খুবই সুন্দর ভাবে মানিয়ে যাবে।

Womanity (ওমেনিটি)

রেগুলার ব্যবহারের জন্য Womanity খুব সুন্দর একটি কালার। এই শেডটি পিংকিস টোনের। যারা পিংক শেড পচ্ছন্দ করেন তাদের কাছে এই শেডটি খুবই ভালো লাগবে। সফট পিংক লুক কিংবা ফর্মাল লুকের সাথেও এই শেডটি খুব সুন্দর মানায়। ফর্সা কিংবা শ্যামলা সব ধরনের স্কিন টোনের সাথে এই পিংক কালারটি মানানসই।

Hot Chilli Pepper (হট চিলি পেপার)

রেড লিপস্টিক আমার খুবই পছন্দের আর আমার কালেকশনে নতুন ইউনিক এই শেড এড করে আমি খুবই খুশি। হট চিলি পেপার কিছুটা অরেঞ্জ রেডিস টোনের একটি লিপস্টিক। পার্টি কিংবা ট্রেডিশনাল লুকের সাথে দারুণ মানিয়ে যায় এই শেডটি। নাইট আউট কিংবা পার্টিতে যাওয়ার সময় এই Hot Chilli Pepper লিপস্টিক পুরো লুকটাই চেঞ্জ করে দেয়।  আর যারা (Milani) amori এর ফ্যান তাদের তারা নিরভানার এই হট চিলি পেপার কিনতে পারেন।

Naughty Girl (নটি গার্ল)

রেড কালার লিপস্টিক কালেকশনের আরেকটি সুন্দর শেড হচ্ছে Naughty Girl। এই লিপস্টিক শেডটি ডিপ রেড এবং মেরুনের মধ্যে একটি টোন। এই কালারটি পার্টি বা যেকোনো ট্রেডিশনাল লুকের সাথে সুন্দর লাগবে। অনেক ব্র্যান্ডের লিপস্টিক ডিপ কালার হলে একটু হেভি ওয়েটের হয়ে থাকে। আর ঠোঁটে এপ্লাই করলেও ঠোঁট একটু টানটান করে। কিন্তু নিরভানা কালারের এই ব্যাপারটি সব থেকে ভালো যে ডিপ কালারগুলো এপ্লাই করেও ঠোঁট একদম ভারী কিংবা ক্র্যাকি লাগেনি।

Romantika (রোমানটিকা) 

ডিপ কালারের মধ্যে আরেকটি লিপস্টিক শেড হচ্ছে Romantika। আমি পারপেল টোনের লিপস্টিক খুবই পছন্দ করি, আর এটি আমার কাছে পার্টি লুক থেকে শুরু করে রেগুলার ইউজের জন্যও পারফেক্ট মনে হয়েছে। যারা খুব বেশি ভাইব্রেন্ট পারপেল পড়তে সংকোচবোধ করেন, তারা রোমানটিকা কালারটি কালেকশনে রাখতে পারেন। ডিপ পারপেল এবং মেজেন কমবিনেশনে একটি কালার হচ্ছে রোমানটিকা। পার্টি লুকের জন্য একদম পারফেক্ট একটি কালার। চাইলে ওমেনিটি বা এনারচিস্ট দিয়ে অম্ব্রে লুক ক্রিয়েট করে দারুণ একটি চেঞ্জ আনতে পারেন আপনার লুকে।

Anarchist (এনারচিস্ট)

Anarchist খুবই সুন্দর পিংক টোনের একটি কালার। আমি আমার রেগুলার ওয়্যারে এই লিপস্টিকটি প্রতিদিন ইউজ করি। যেকোনো স্কিন টোনের সাথে এটি খুব সুন্দর মিশে যায় আর। আর আমার পিংক আউটফিটের প্রায় সবগুলোর সাথেই এটি খুব সুন্দর করে ফুটে উঠে। অফিসের ফর্মাল লুকের মাঝেও নিজেকে ফুটিয়ে তুলতে এই শেডটি পারফেক্ট আর  টিনেজারদের কাছেও এই লিপস্টিক শেডটি খুবই ভালো লাগবে।

এইতো গেল লিপস্টিকের শেডের বর্ণনা। এবার চলুন লিপস্টিকের বাকী দিক নিয়ে বলা যাক।

নিরভানা লিপস্টিক রিভিউ 

লিপস্টিক কিনতে গেলে কোন বিষয়টি মাথায় রাখেন? লিপস্টিকের কালার তো! কিন্তু এরপরও কিন্তু আমরা সব ব্র্যান্ডের লিপস্টিক কিনি না বা নির্দিষ্ট ব্র্যান্ডের লিপস্টিক আমাদের পছন্দ হয়। কিন্তু এর কারণ কী? কারণ হচ্ছে, লিপস্টিকের টেকশ্চার। অনেক লিপস্টিক আছে যেগুলো এপ্লাই করলে উঠে যায় কিংবা লং লাস্টিং হয় না। আবার মাঝে মাঝে লিপস্টিক ক্র্যাকড হয়ে যায়, যা দেখতে খুবই বাজে লাগে।

নিরভানা লিপস্টিকগুলো আমার ভালো লাগার প্রথম কারণ হচ্ছে- এই লিপস্টিকগুলো এপ্লাই করার পর মনেই হয় না আমি ঠোঁটে কিছু এপ্লাই করেছি। খুবই লাইট ওয়েট এবং স্মুদ টেক্সচার। আর একই সাথে লিপস্টিকগুলো লং লাস্টিং এবং ম্যাট ফিনিশিং দিয়েছে। আরেকটি বড় ব্যাপার হচ্ছে অনেকেই লিকুইড লিপস্টিক ব্যবহার কতে চাননা লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট ড্রাই হয়ে যায় দেখে। কিন্তু নিরভানার এই লিপস্টিকগুলো ঠোঁট একদমই ড্রাই করে না। লিপস্টিকগুলো অনেক হাইপিগমেন্টেড হওয়ায় এক কোট দিলেই সুন্দরভাবে হয়ে যায়। আর সে সাথে ঠোঁটে কালারও ইভেন থাকে।  আর টেক্সচার লাইট হওয়ায় ঠোঁটে স্মুদ হয়ে থাকে।

দাম নিয়ে ভাবছেন?

যারা অ্যাফোর্টেবল প্রাইসে  প্রিমিয়াম কোয়ালিটির লিপস্টিক খুঁজছেন তাদের জন্য নিরভানা কালারের লিপস্টিকগুলো দারুণ। এই লিপস্টিকগুলোর প্রত্যেকটির দাম পড়বে মাত্র ৪৫০ টাকা। দামের সাথে লিপস্টিকের কোয়ালিটি কম্পেয়ার করে লিপস্টিকগুলো খুবই রিজনেবল মনে হয়েছে। আর এজন্যই ৬টি শেডই আমি কিনে ফেলেছি। আর দাম এবং কোয়ালেটির পাশাপাশি নিরভানা কালার লিকুইড লিপস্টিকের প্যাকেজিং খুবই রিচ, যা আমার খুবই ভালো লেগেছে।

অনেক সময় এমন হয় যে, আমাদের পছন্দের কালারগুলো হয়তো হাই-এন্ড ব্র্যান্ডের মধ্যে পড়ে যা বাজেট এর বাহিরে থাকে কিংবা সবসময় কেনা সম্ভব হয়ে ওঠে না। যেমন- জর্ডানা যাদের পছন্দের ব্র্যান্ড, তারা জর্ডানার  Molten chocolate cake এর ডুপ হিসেবে Naughty Girl নিতে পারেন। আবার Anarchist কালারটি অনেকটা এবিএইচ ব্র্যান্ডের (Anastasia Beverly Hills) Craft শেডের সাথে মিলে যায়। আর হাই-এন্ড প্রোডাক্ট না ব্যবহার করতে চাইলে নিরভানা থেকে পছন্দের কালেকশন বাড়াতে পারেন।

আমি নিরভানা কালারের এই ৬টি লিপস্টিক অর্ডার করেছি সাজগোজের অ্যাপ থেকে। এছাড়াও সাজগোজের ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি কিনতে চাইলে শপ.সাজগোজ.কম এ পেয়ে যাবেন। যারা নিজেরা দেখে শুনে কিনতে চান, তারা সাজগোজের যেকোনো আউটলেট থেকে কিনে ফেলতে পারেন।

আশা করছি, রিভিউটি ভালো লেগছে সবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

 

 

The post নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স? appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles