Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

পেঁচা গিফট বক্স

$
0
0

ক্র্যাফটের জগতে পেঁচা অত্যন্ত জনপ্রিয় একটি নাম। খুব সহজেই কাগজ দিয়ে সাথে একটু শিল্পের ছোঁয়া দিয়ে বানিয়ে ফেলা সম্ভব অত্যন্ত সুন্দর ছোট পেপার ব্যাগ অথবা আউল গিফট বক্স (adorable owl treat bag)। যেকোনও উপলক্ষে বিশেষ করে বাচ্চাদের অনুষ্ঠানে অথবা ঘরোয়া কোন পার্টিতে গিফট বক্স হিসেবে দেয়া যায়।

যা যা লাগবেঃ

১. ছোট কাগজের ব্যাগ

২. সার্কেল পাঞ্চ মেশিং (circle punch machine)
-চোখের গাড় বাদামি অংশের জন্য ২১/২” পাঞ্চ,
-চোখের সাদা অংশের জন্য ১৩/৪” পাঞ্চ,
-চোখের কালো অংশের জন্য ৩/৪” পাঞ্চ

৩. কাঁচি

৪. পেন্সিল, স্কেল , কালার পেপার ও ডিজাইন পেপার

৫. আঠা / আইকা

প্রণালীঃ

১। প্রথমে ব্যাগের উপরের অংশ ২” এর মত ভাঁজ করে নিতে হবে। এবার ব্যাগটি লম্বালম্বিভাবে ধরে ব্যাগের উপরের ভাঁজকৃত অংশ দুটিকে একসাথে আনতে হবে যাতে সহজেই নিচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে কাটা যায়।

owl bag 1

২। এবার পেঁচার চোখ বানানোর জন্য বিভিন্ন রঙয়ের কাগজ বৃত্তাকৃতিতে কাটতে হবে। পাঞ্চ মেশিন থাকলে খুব সহজেই তা কেটে ফেলা সম্ভব, যদি না থাকে তবে কম্পাসের সাহায্যে নির্দিষ্ট আকৃতিতে তা কাটতে হবে।

owl 2

৩। পেঁচার নিচের অংশের প্রয়োজনীয় আকৃতিগুলো নিচের ছবির ন্যায় কেটে নিতে হবে।

owl 3

owl 3 two

৪। বৃত্তগুলো আঠা দিয়ে লাগিয়ে চোখের আকৃতিতে আনতে হবে ও হার্ট আকৃতির কাগজগুলো জোড়া দিতে হবে।

 ৫। এবার ব্যাগে হার্ট শেইপকে আগে আইকা দিয়ে লাগাতে হবে, এর উপরে চোখ এবং দুই চোখের মাঝামাঝিতে নাক ছবির ন্যায় আটকে দিতে হবে।

owl 5

ব্যাস, খুব সহজেই হয়ে গেল অত্যন্ত সুন্দর গিফট বক্স।

লিখেছেনঃ সারাহ

ছবিঃ পিন্টারেস্ট


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles