Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

নিজেই তৈরি করুন স্টাইলিশ হট গ্লু পেন্ডেন্ট

$
0
0

পেন্ডেন্ট আজকাল ফ্যাশনের একটি অংশ। এটা পছন্দ করে না এমন মেয়ে মেলা ভার। এজন্য বিভিন্ন ডিজাইনের পেন্ডেন্ট আমরা কিনে থাকি। কিন্তু কেমন হয় যদি এটি আমরা বাড়িতেই তৈরি করতে পারি। আজকে আমরা দেখবো কীভাবে খুব কম খরচে এবং সময়ে বাড়িতে বসে তৈরি করতে পারি আকর্ষণীয় পেন্ডেন্ট। তবে চলুন দেখে নিই, এর জন্য আমাদের কী কী লাগছে-

  • ফোম
  • হট গ্লু
  • পেন্সিল
  • কেচি
  • জাম্প রিং

jump ring 1

এখানে গ্লু গান ব্যবহার করা হয়েছে। আপনার কাছে না থাকলে আপনি শুধু স্টিক কিনে তা মোমের আগুনে গলিয়ে ব্যবহার করতে পারেন।

jump ring 2

যেভাবে তৈরি কতে হবে

১। প্রথমে একটি ফোম এর কাগজের উপর হার্ট শেপ আঁকতে হবে। এজন্য আপনি চাইলে কোন শক্ত কাগজের সাহায্য নিতে পারেন।

jump ring 3
২। এবার হার্ট শেপটির উপরের দিকে জাম্প রিং দিয়ে একটু গ্লু লাগিয়ে নিন। এরপর পুরো হার্ট শেপটি সাবধানে গ্লু দিয়ে ভরাট করে নিন।

jump ring 4

৩। এবার গ্লু শুকানোর আগেই স্টোন দুটি বসিয়ে নিন।

jump ring 5

৪। এখন শুকানোর জন্য কিছুক্ষন অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কেচি দিয়ে কেটে নিন।

jump ring 6

তৈরি হয়ে গেল সুন্দর একটি পেন্ডেট।

লিখেছেন – পাপিয়া সুলতানা
ছবি – এস্প্রেসো.আরএস


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles