আপনার ফেইসের সবথেকে সেনসিটিভ পার্ট হচ্ছে আপনার চোখ। আপনার ক্লান্তি, স্ট্রেস এসব কিছু চোখেই আগে প্রকাশ পায়। অতিরিক্ত রাত জাগার কারণে বা কাজের প্রেশারে চোখের নিচে কালি হয়ে যায়, বয়সের ছাপ পড়ে। একারণেই চোখের প্রতি আমাদের সবথেকে বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। তাই আজকের ভিডিওতে জানাবো চোখের ফোলা, ক্লান্তি ও চোখের কালোদাগ থেকে মুক্তি পাবার উপায়। সাথেই থাকুন……
The post চোখের ফোলা, ক্লান্তি ও কালোদাগ থেকে মুক্তি! appeared first on Shajgoj.