Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে ৯টি কার্যকরী টিপস

$
0
0

এখন এমন একটা ওয়েদার চলছে যে, না গরম আবার না শীত। আর কাছেই চলে আসছে গরমকাল। ঋতু পরিবর্তনের এই সময়টা যেমন আমাদের হেলথ, স্কিনের উপর প্রভাব ফেলে তেমনি চুলও কিন্তু বাদ যায় না। কারণ, টেম্পারেচারের পরিবর্তনের ফলে  হিউমিডিটি আমাদের চুলের উপর প্রভাব ফেলে। যত হিউমিডিটি বেশি থাকে চুল ততো ফ্রিজি হয়ে যায়। এই সময় অনেকেই খেয়াল করে থাকবেন চুলগুলো অনেক বেশি রাফ লাগছে। তাই ঋতু পরিবর্তনের এই সময়টাতে  চুলের স্বাস্থ্য  ঠিক রাখতে দরকার এক্সট্রা কেয়ার। যাতে আপনি সবসময় পান সুন্দর এবং স্বাস্থ্যকর চুল। কিন্তু কিভাবে? তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই, ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে সহজ ও কার্যকরী ৯টি টিপস!

ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে কিছু টিপস

১. মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন

যেহেতু হালকা হালকা গরম পড়া শুরু হয়েছে তাই, বাতাসে হিউমিডিটি বেশি। যার ফলে চুলে রুক্ষতাও বেশি দেখা দিবে। এই অবস্থায় কোনো হার্শ টাইপের শ্যাম্পুর ব্যবহার আপনার চুলকে বানিয়ে দিবে আরো রাফ। তাই ব্যবহার করুন ভালো মানের একটা মাইল্ড শ্যাম্পু। কারণ, মাইল্ড শ্যাম্পুতে এসএলএস (SLS) অর্থাৎ সোডিয়াম লরাইল সালফেট  (Sodium lauryl sulphate) -এর মতো হার্ষ কেমিক্যাল থাকে না। যার ফলে মাইল্ড শ্যাম্পুগুলো চুলের ন্যাচারাল অয়েল অপসারণ করে ফেলে চুলকে রুক্ষ বানিয়ে দিবে না।

২. ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট 

ঋতু পরিবর্তনের এই সময়টাতে চুলে এক্সট্রা ময়েশ্চারের দরকার পরে। তাই একটা রিচ ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন, যেটা অ্যাসেনশিয়াল অয়েল সমৃদ্ধ। মার্কেটে এই ধরনের হেয়ার মাস্ক কিনতেই পাবেন। আর যদি চান তবে বাড়িতেই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারবেন।

চুলের যত্নে ডিম, মিল্ক, কলা - shajgoj.com

এজন্য যা যা লাগবে-

১. কোকোনাট মিল্ক
২. ডিম
৩. অলিভ অয়েল
৪. অ্যাভোক্যাডো। ( অ্যাভোক্যাডো না থাকলে কলা ব্যবহার করতে পারেন।)

যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন

প্রথমে একটি অ্যাভোক্যাডো কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিন। এরপর এর সাথে ২টেবিল চামচ কোকোনাট মিল্ক, ১টা ডিম, ১ চা চামচ অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চুলের সিঁথি কেটে কেটে নিয়ে মাস্কটি চুলের গোড়া এবং পুরো চুলে লাগিয়ে নিন। ৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

৩. ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে রেগ্যুলার হেয়ার অয়েলিং

চুলের যত্ন নিতে রেগ্যুলার হেয়ার অয়েলিং - shajgoj.com

হেয়ার অয়েলিং শুধু সিজন চেঞ্জিং এর জন্য না। সব সময়েই খুবই ইম্পরট্যান্ট। কারন, হেয়ার অয়েলিং এর ফলে চুলের স্ক্যাল্প নারিশ হয়, চুলের ড্রাইনেস দূর হয়। এছাড়া অয়েল ম্যাসাজের ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। তাই চুলের স্বাস্থ্য বজায় রাখতে সপ্তাহে ৩ দিন আপনার পছন্দের হেয়ার অয়েল চুলে লাগিয়ে নিন। অন্তত ৫ মিনিট হেয়ার অয়েলটা চুলের স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করে নিতে ভুলবেন না। হেয়ার অয়েল ওভারনাইট রাখলেই ভালো। আর হাতে সময় কম থাকলে ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে পারেন।

৪. ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে অ্যালোভেরা জেল ম্যাসাজ 

চুলের স্ক্যাল্পে অ্যালোভেরা জেল ম্যাসাজ করতে পারেন। অ্যালোভেরা জেল চুলের অতিরিক্ত সেবাম দূর করে, স্ক্যাল্পের ইচিং দূর করে, সুদিং এফেক্ট দেয় এবং অতিরিক্ত সেবাম প্রোডাকশন কমায়। চুলের স্ক্যাল্পে অ্যালোভেরা জেল নিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষন। এরপর ২০ মিনিট রেখে একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৫. হিট স্টাইলিং টুলস এড়িয়ে চলুন

হিট স্টাইলিং টুলস - shajgoj.com

স্টাইল করতে গিয়ে আমরা তো চুলে অহরহ হিট ব্যবহার করেই থাকি।  বিশেষ করে এই ঋতু পরিবর্তনের সময়টাতে চুলের জন্য হিটটা খুবই ক্ষতিকর। এতে চুল আরো বেশি ড্যামেজ হয়ে যেতে থাকে। তাই যতটা সম্ভব হিট স্টাইলিং টুলস থেকে চুলকে দূরে রাখতে হবে। খুব দরকার পরলে হিট স্টাইলিং টুলস ব্যবহারের আগে অবশ্যই চুলে হিট প্রোটেকশন স্প্রে লাগিয়ে নিবেন। এছাড়া চাইলে অল্প করে অ্যালোভেরা জেল বা আর্গান অয়েলও পুরো চুলে লাগাতে পারেন। একই কাজই দিবে।

৬. গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন

এই ওয়েদারেও অনেকে হট ওয়াটার দিয়ে শাওয়ার নিতে আরামবোধ করেন। কিন্তু এতে করে আপনার চুলের কত ক্ষতি হচ্ছে তা কি জানেন? হট ওয়াটার চুলকে ড্রাই এবং রাফ করে দেয়। যতই মাইল্ড শ্যাম্পু আর হেয়ার মাস্ক লাগান, হট ওয়াটারে চুল ধুলে তা কোনো কাজেই দিবে না। তাই শ্যাম্পু করার সময় ওয়ার্ম  ওয়াটার এবং কন্ডিশনার দিয়ে চুল ধোয়ার সময় কোল্ড বা রুম টেম্পারেচারে থাকা ওয়াটার ব্যবহার করুন।

৭. ইউভি ড্যামেজ থেকে চুলকে রক্ষা করুন

যেহেতু আমরা ঠান্ডা থেকে গরমের দিকে চলে আসছি, তাই সূর্যও দিন দিন কড়া হচ্ছে। যেটা চুলের উপরে এফেক্ট ফেলে। যার ফলে চুল এবং স্ক্যাল্প ড্রাই হয়ে যায়। এজন্য বাইরে গেলে চুলগুলো কোনো আমব্রেলা, হ্যাট বা সিল্কের স্কার্ফ এর সাহায্যে ঢেকে নেয়াই ভালো। এছাড়া চাইলে হেয়ার সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন।

৮. রেগ্যুলার চুলের আগা ট্রিম করুন

চুলের আগা ট্রিম - shajgoj.com

চুল দেখতে সুন্দর এবং হেলদি লাগুক, এজন্যেই তো আমরা চুলের এতো কেয়ার করি। তাই না? কিন্তু এই ওয়েদারে অতিরিক্ত ড্রাইনেসের ফলে চুলের আগা ফাঁটা দেখা দেয়াটা অস্বাভাবিক কিছু না। আর চুলের আগা ফেঁটে গেলে সেটা আর যাই হোক, দেখতে হেলদি আর সুন্দর লাগে না। তাই, অবশ্যই  রেগ্যুলার চুলের আগা ট্রিম করবেন।

৯. হেলদি ডায়েট 

শুধুমাত্র ইন্টারনাল কেয়ারই যথেষ্ট নয়। ভেতর থেকে যত্নটাও জরুরি। চুল এবং স্ক্যাল্প হাইড্রেটেড রাখতে প্রচুর পানি, জুস পান করুন। এছাড়া ডায়েটে ভিটামিন এবং নিউট্রিয়েন্টস যুক্ত ফল রাখুন।

এইতো জেনে নিলেন, ঋতু পরিবর্তনের সময় চুলের স্বাস্থ্য বজায় রাখতে ৯টি টিপস। আশা করছি, আপনাদের অনেক বেশি হেল্প হবে। ভালো থাকুন।

ছবি- সংগৃহীত: ইমেজেসবাজার.কম; সাজগোজ

The post ঋতু পরিবর্তনে চুলের যত্ন নিতে ৯টি কার্যকরী টিপস appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles