প্রতিবছর আসে শীত আর বেড়ে যায় সাধারণ মানুষদের নানা রকম ভোগান্তি। খুব শীতের মাঝে স্কুল, কলেজ কিংবা অফিস করতে
যাওয়া যেখানে খুবই কষ্টের সেখানে দিনের পর দিনকনকনে শীতের মাঝেও আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয় রিকশাওয়ালারা।
সত্যিকার অর্থে আমরা কি কখনও ভেবে দেখেছি, আমাদের নেয়া ছোট ছোট পদক্ষেপই এই খেটে খাওয়া মানুষগুলোকে দিতে পারে
অনেকখানি প্রশস্তি।