বাইরের ধুলাবালি, পল্যুশন, সূর্যের তাপে, কাজের চাপে ত্বক কেমন যেন মলিন ও কালো হয়ে যায়, তাই না? হারিয়ে যায় ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা। ত্বকের এই উজ্জ্বলতা ধরে রাখতে অবশ্যই সপ্তাহে দুইবার অথবা একবার করে হলেও আমাদের ফেইস মাস্ক ব্যবহার করা উচিত। চলুন তবে আজকে দেখে নেই ত্বকের উজ্জ্বলতায় ফেইস মাস্ক এর ব্যবহার ও উপকারিতা।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post ত্বকের উজ্জ্বলতায় ফেইস মাস্ক এর ব্যবহার ও উপকারিতা appeared first on Shajgoj.