Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

হাঁসের মাংসের ঝাল কোরমা

$
0
0

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কোনো দিনে বা অতিথি আপ্যায়নে মাংসের পদ না থাকলেই যেন নয়। হাঁসের মাংস বিভিন্নভাবে রান্না করা হয়, কখনো নারিকেল দুধ দিয়ে, কখনো হয়তো আলু দিয়ে ঝোল। আর সেটা যদি হয় হাঁসের মাংসের ঝাল ঝাল কোরমা, তাহলে তো সবাই চেটেপুটে খাবেই! আর এটা বেশ তাড়াতাড়ি ও ঝামেলাবিহীনভাবে রান্না করা যায়। চলুন তাহলে জেনে নেই, হাঁসের মাংসের স্পাইসি কোরমার সবচেয়ে সহজ রেসিপিটি!

হাঁসের মাংসের কোরমা রান্নার পদ্ধতি

উপকরণ

  • হাঁসের মাংস- ১ কেজি
  • আলু– ৩টি
  • তেজপাতা, এলাচ, দারচিনি- ২টি করে
  • গোটা গোলমরিচ- ১ চা চামচ
  • পেঁয়াজ বাটা- ৩ চা চামচ
  • রসুন থেঁতো করা- ৪ কোঁয়া
  • রসুন বাটা- ২ চা চামচ
  • আদা বাটা- ২ চা চামচ
  • জিরা বাটা- ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • হলুদ গুঁড়া- ২ চা চামচ
  • লালমরিচ গুঁড়ো- ২ চা চামচ
  • কাঁচামরিচ বাটা- ১ চা চামচ
  • টকদই– ১ কাপ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • কাজুবাদাম পেস্ট- ২ চা চামচ
  • টমেটো পিউরি- ২ চা চামচ
  • জায়ফল ও জয়িত্রী গুঁড়ো- সামান্য
  • শুকনো খোলায় টেলে নেওয়া জিরা গুঁড়ো- ১ চা চামচ
  • তেল- ১/২ কাপ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে হাঁসের মাংস ধুয়ে নিয়ে কাঁচামরিচ বাটা, টকদই ও লবণ দিয়ে মাখিয়ে রাখুন ২০ মিনিটের জন্য।

২) এবার একটি বড় প্যানে তেল গরম করে তাতে গোটা গোলমরিচ, তেজপাতা, এলাচ ও দারচিনি ফোঁড়ন দিয়ে থেঁতো করা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিন।

৩) তারপর একে একে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে কষিয়ে নিন। সামান্য পানি দিতে হবে, যাতে মসলা না পুড়ে যায়।

৪) মসলা কষানো হলে তাতে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লালমরিচ গুঁড়ো ও লবণ দিতে হবে।

৫) এরপর মেরিনেট করে রাখা হাঁসের মাংস ও টুকরো করে রাখা আলু দিয়ে দিন। মাঝারী আঁচে মাংস ও আলু মসলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিন।

৬) এবার টমেটো পিউরি, কাজুবাদাম পেস্ট আর বাকি টকদইটুকু দিয়ে নেড়ে নিন।

৭) মাংস ও আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট মাঝারী তাপে রান্না করুন।

৮) ঝোল একটু ঘন হয়ে গেলে জায়ফল-জয়িত্রী গুঁড়ো ও শুকনো খোলায় টেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে।

৯) ব্যস, ৫ মিনিট দমে রাখলেই রান্না শেষ! অনেকেই বলেন, হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। কিন্তু কোরমার এই রেসিপিতে টকদই ব্যবহার করা হয়। আর এতেই মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে।

দেখলেন তো, স্পেশাল মেন্যু হলেও হাঁসের কোরমা রান্না করা কিন্তু কঠিন না! খুব সহজেই বাসায় মজাদার এই আইটেমটি রান্না করতে পারেন। পোলাও, খিচুড়ি কিংবা নানের সাথে দারুণ মানিয়ে যাবে হাঁসের মাংসের ঝাল কোরমা।

 

ছবি- সংগৃহীত: কুকপ্যাড.কম

The post হাঁসের মাংসের ঝাল কোরমা appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles