বাড়িতে মেহমান এলে, কোন অনুষ্ঠান কিংবা ঘরোয়া দাওয়াতে খাওয়ার পর ডেজার্টের একটা আইটেম আমরা করেই থাকি। কেউ বাহির থেকে কিনে আনেন আবার কেউ কেউ নিজেই ঘরে তৈরি করে নিতে পছন্দ করেন। আজকাল বেশিরভাগ মানুষই ঘরে তৈরি করাটা ঝামেলা মনে করেন, তাই বাহির থেকে কিনে আনেন। কিন্তু খুব সহজে অল্প কিছু ইনগ্রিডিয়েন্স দিয়েই তৈরি করা যায় সুস্বাদু এবং স্বাস্থ্যকর কিছু ডেজার্ট। এমনি একটি মজাদার ডিশ হচ্ছে সুজির কাটলি। অনেক সহজ এবং সুস্বাদু এই ডিশটি। খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন এই সুজির কাটলি। কীভাবে?? চলুন জেনে নেই মজাদার সুজির কাটলি তৈরির সহজ পদ্ধতিটি।
সুজির কাটলি তৈরির পদ্ধতি
উপকরণ
- সুজি- ৩ কাপ
- চিনি- ১ কাপ
- ঘি- ১ কাপ
- তেজপাতা- ১টি
- এলাচ- ৩টি
- দারুচিনি- ২টি
- কিশমিশ- ১/২ কাপ
- চিনা বাদাম- ১ কাপ
- পানি- ১ কাপ
- রেইনবো স্প্রিংকেল- সাজানোর জন্য
প্রস্তুত প্রণালী
১) প্রথমে একটি শুকনা ফ্রাইং প্যানে আঁচ কমিয়ে সুজি ১০ মিনিট ভেজে নিতে হবে।
২) ভাজার সময় সারাক্ষণই নাড়তে থাকবেন নাইলে সবদিক সমানভাবে ভাজা হবে না, পুড়ে যাবে। লক্ষ্য রাখবেন ভাজার সময় সুজির রঙ যেন লালচে না হয়। হালকা বাদামী হলেই হবে।
৩) এবার আরেকটি প্যানে ঘি গরম করে মসলা, পানি ও চিনি দিয়ে জ্বাল দিতে থাকুন। চিনি ও পানি কমে আসলে কিশমিশ ও বাদাম দিয়ে দিন।
৪) এখন চিনির শিরা ঘন হয়ে এলে ভেজে রাখা সুজি দিয়ে ঘন ঘন নাড়তে হবে।
৫) এসময় সুজি ঘন ঘন নেড়ে চিনির শিরার সাথে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে সুজি প্যান থেকে ছেড়ে আসলে নামিয়ে নিন।
৬) সুজি নামিয়ে একটি প্লেটে সামান্য ঘি মেখে তাতে ঢেলে নিতে হবে।
৭) এবার প্লেটে সুজি সমানভাবে মিশিয়ে বরফির মতো কেটে নিন। গরম থাকতেই কেটে নিবেন, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তাই কাটতে সমস্যা হবে। তারপর পছন্দমতো সাজিয়ে নিন। এক্ষেত্রে আমরা রেইনবো স্প্রিংকেল ব্যবহার করেছি।
ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার সুজির কাটলি! বড় ছোট সবারই খেতে ভালো লাগবে এই ডেজার্টটি। তো, দেড়ি না করে আজই চটজলদি খুব সহজেই তৈরি করুন সুস্বাদু এই ডিশটি এবং উপভোগ করুন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে।
ছবি- সংগৃহীত: ইউটিউব
The post সুজির কাটলি appeared first on Shajgoj.