তিল অথবা ফ্রেকেলসের সমস্যার কারণে মনমতো বেইজ মেকআপ করতে পারছেন না? কমবেশি আমরা সকলেই এই সমস্যাটি ফেইস করে থাকি। সাধারণত,আমাদের স্কিনে যে মেলানিন নামক বস্তুটি রয়েছে তা যখন বেড়ে যায় তখন স্কিনে দেখা দিতে থাকে তিল অথবা ফ্রেকেলসের প্রবলেম। আজকের এপিসোডে আমরা দেখবো দারুণ কিছু স্টেপস যার মাধ্যমে খুব সহজেই ঢাকুন তিলের দাগ এবং করুন ফ্ললেস বেইজ মেকআপ…।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post ঢাকুন তিলের দাগ ফ্ললেস মেকআপের সাহায্যে! appeared first on Shajgoj.