মেকআপ উঠানো নিয়ে কম বেশি আমরা সবাই-ই বিপাকে পরে যাই। মেকআপ অ্যাপ্লাই করার চেয়ে মেকআপ রিমুভ করার প্রোসেস একটু যেন বেশিই কঠিন এবং ঝামেলার মনে হয়। টিস্যু, কাপড়, তুলা কোনোকিছুই বাদ যায় না কিন্তু তারপরও ফেইসটা মনমতো ক্লিন করা পসিবল হয় না! আজকের এপিসোডে আমরা দেখে নিবো মেকআপ রিমুভ করার ক্ষেত্রে ট্র্যাডিশনাল ওয়াইপস Vs গ্রুমি ওয়াইপস কিভাবে কাজ করে। তার সাথে চলুন জেনে নেই গ্রুমি ওয়াইপসের দারুন কিছু ব্যবহার, যার মাধ্যমে আপনি খুব সহজেই পেতে পারেন মেকআপ রিমুভের ঝামেলা থেকে মুক্তি…!
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post ট্র্যাডিশনাল ওয়াইপস Vs গ্রুমি ওয়াইপস appeared first on Shajgoj.