আমরা যারা লিপস্টিক ভালোবাসি, তাদের মধ্যে রেড লিপস্টিক কালেকশনে নেই এমন কাউকে খুঁজে পাওয়াটা কঠিনই নয় বরং অসম্ভবই বলা চলে! রেড লিপস্টিকের সাথে রাইট মেকআপ লুকের সামঞ্জস্যতা না থাকলে তা অনেক সময় আমাদের প্রোপার লুকটি এনে দিতে পারে না। অন্যদিকে, রেড লিপস্টিকের সাথে রাইট মেকআপ লুক আমাদের করে তুলে অনেক বেশি ক্লাসি, কনফিডেন্ট এবং এট্রাকটিভ। কিন্তু, আমরা অনেকেই হয়তো রাইট মেকআপ লুকটি কি এবং কিভাবে করবো তা বুঝে উঠতে পারি না। এই কনফ্যুশনগুলো দূর করতেই চলুন দেখে নেই রেড লিপস্টিকের সাথে তিনটি ইজি আইলুক…………
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post রেড লিপস্টিকের সাথে তিনটি আইলুক কিভাবে করবেন? appeared first on Shajgoj.