নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু’টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার অনেকেই একটুখানি নখের সাজের জন্য ছুটে যাচ্ছেন পার্লারে। কিন্তু খুব সহজেই স্পেসিফিক টুলস ছাড়াও আমরা নিজেরাই করতে পারি নেইল আর্ট। আজকে আমরা আপনাদের জানাবো ২টি ইজি নেইল আর্ট সম্পর্কে যা খুব সহজে স্পেসিফিক টুলস ছাড়া ঘরে বসেই করতে পারবেন।
২টি ইজি নেইল আর্ট করার পদ্ধতি
১ম পদ্ধতি
যা যা লাগবে
- ওয়াটার কালার নেইল পলিশ- ১টি
- সিলভার কালার নেইল পলিশ- ১টি
- পার্পল কালার নেইল পলিশ- ১টি
- টুটপিক- ১টি
- নেইল পলিশ রিমুভার- ১টি
পদ্ধতি
১) প্রথমে নখ পরিষ্কার করে নিতে হবে। আগে কোন নেইল পলিশ দেওয়া থাকলে তা রিমুভার দিয়ে ভালোভাবে তুলে নিতে হবে।
২) এবার ওয়াটার কালার নেইল পলিশ সবগুলো নখে ভালোভাবে লাগিয়ে নিন।
৩) ওয়াটার কালার নেইল পলিশ শুকিয়ে গেলে তার উপর আবার সিলভার কালারের নেইল পলিশ লাগিয়ে নিতে হবে।
৪) শুকিয়ে গেলে এবার পার্পল কালারের নেইল পলিশ দিয়ে নখের সাইডে ২টি লাইন টেনে নিন।
৫) এবার একটি টুটপিক দিয়ে লাইনগুলো মিলিয়ে নিন।
৬) তারপর টুটপিক দিয়ে লাইনগুলোর উপরে ফোঁটা দিয়ে দিন।
৭) শুকিয়ে গেলে আবারও ওয়াটার কালার নেইল পলিশ নখে ভালোভাবে লাগিয়ে শুকিয়ে নিন।
৮) এবার রিমুভার দিয়ে নখের সাইডে লেগে যাওয়া বাড়তি নেইল পলিশ পরিষ্কার করে নিন।
২য় পদ্ধতি
যা যা লাগবে
- ওয়াটার কালার নেইল পলিশ- ১টি
- গোল্ডেন কালার নেইল পলিশ- ১টি
- মেরুন কালার নেইল পলিশ- ১টি
- ফোমের তৈরি স্পঞ্জ- ১টি
- নেইল পলিশ রিমুভার- ১টি
পদ্ধতি
১) প্রথমে নখ ভালোভাবে পরিষ্কার করে তাতে ওয়াটার কালার নেইল পলিশ লাগিয়ে নিতে হবে।
২) শুকিয়ে গেলে তাতে আবারও গোল্ডেন কালার নেইল পলিশ লাগিয়ে শুকিয়ে নিবো।
৩) এবার ফোমের তৈরি স্পঞ্জে মেরুন কালারের নেইল পলিশ লাগিয়ে নখের নিচের দিকে হালকা করে চেপে চেপে দিতে হবে।
৪) শুকিয়ে গেলে আবারও ওয়াটার কালার নেইল পলিশ নখে ভালোভাবে লাগিয়ে শুকিয়ে নিন।
৫) এবার রিমুভার দিয়ে নখের সাইডে লেগে যাওয়া বাড়তি নেইল পলিশ পরিষ্কার করে নিন।
দেখলেন তো কিভাবে খুব সহজেই ঘরে বসেই স্পেসিফিক টুলস ছাড়াই সুন্দর করে নিজের নখগুলোকে রাঙিয়ে তুলতে পারেন। তো নিজেই করুন ইজি নেইল আর্ট এবং সাজিয়ে তুলুন নিজের হাত দু’টিকে।
ছবি- সংগৃহীত: সাজগোজ
The post ২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ! appeared first on Shajgoj.