মুখের রিঙ্কেল নিয়ে করি হাজার দুশ্চিন্তা! কিন্তু হাতের কথা কজনের মনে থাকে বলুনতো? মজার ব্যাপার কি জানেন? অযত্নে অবহেলায় এই হাতেই বলিরেখা দেখা দেয় সবার আগে! আর ফুটফুটে মুখ থাকলেও হাতের অমন দশা দেখে যে কেউ বলে দিতে পারবে যে যত্নের অভাব আসলে কতটা! তাই আসুন হাতেরও নেই এক্সট্রা কেয়ার। মাসে দু’বার ঘরেই অ্যান্টি-এজিং মেনিকিউর করলে আপনার হাতের স্কিন থাকবে পারফেক্ট ও গ্লোয়িং! কিভাবে করবেন? চলুন দেখে নেই তবে…
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post ঘরেই অ্যান্টি-এজিং মেনিকিউর করে পান কোমল, সুন্দর হাত! appeared first on Shajgoj.