এই সময়টা মেকাপের জন্য খুব উপযোগী। শীতের সময় মেকাপ গলে যাওয়ার ভয় থাকে না বলেই এই সময়টা মেকাপপ্রেমীদের কাছে খুব প্রিয়। হ্যা, এই ব্যাপারটি মাথায় রেখে দিনে এবং রাতে দুই সময়ের জন্য উপযোগী পার্পেল স্মোকি মেকাপ টিউটোরিয়াল বন্ধুদের সাথে শেয়ার করেছেন আমাদের সবার প্রিয় তানিয়া অপরাজিতা। তবে চলুন দেখে নেয়া যাক, পার্পেল স্মোকি মেকাপ টিউটোরিয়ালটি।
ছবি ও টিউটোরিয়াল -তানিয়া অপরাজিতা