প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা কত কসমেটিক্স ইউজ করি। কিন্তু এই প্রোডাক্টগুলো কতটুকু অথেনটিক, কতটুকু খাঁটি এটা আমরা অনেকেই জানি না। একজন ভোক্তা হিসেবে প্রোডাক্ট এর অথেন্টিসিটি নিয়ে জানাটা আপনার অধিকার। কিভাবে চিনবেন নকল প্রসাধনী এবং ভেজাল পণ্য বিক্রির শাস্তি থেকে শুরু করে সবকিছু নিয়ে আজ আমাদের সাথে থাকছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আরেফিন।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post কিভাবে চিনবেন নকল প্রসাধনী তা কি জানেন? appeared first on Shajgoj.