কোরবানি ইদ এলো বলে। ইদ এলো আর শপিং হবে না, তাই কি করে হয়! ভার্সিটির ক্লাসের কারণে এইবার মার্কেটে যাওয়া হয়ে উঠে নি সোমার। তাইতো ইদের আগে শপিং করতে বের হতে হলো। রাস্তায় বের হওয়ার পর সোমা খেয়াল করলো তাদের এলাকায় একটা ছোট গরুর হাট বসছে। এলাকায় ইদ ইদ ভাব চলে এসেছে। এই ইদের সবকিছুই ভালো লাগে সোমার, শুধু কোরবানির পর রাস্তায় রক্তের দাগ, বর্জ্য পদার্থ ছাড়া। অনেক সময় বাসা থেকে কোরবানির দাগ দূর করতে করতে জীবন শেষ হয়ে যায়। শুধু এইজন্য সোমার ইদের মজাটা কমে যায়। তাই কোরবানির পর ঘর পরিষ্কার করার চিন্তাটা মাথায় গেঁথে আছে।
এইবার সোমার ইদের মজা কমবে না একটুও, সহজ কিছু উপায়ে কোরবানির পরে ঘরবাড়ি পরিষ্কার করে নিতে পারবে। শুধু তাই নয় কাপড়ে লেগে যাওয়া রক্তের দাগও দূর হবে নিমিষে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কোরবানির পর ঘর পরিষ্কার করার পারফেক্ট উপায়!
কোরবানির পর ঘর পরিষ্কার করার কিছু টিপস
ঘরের বাইরে পরিষ্কার করার উপায়
১) ঘরের বাইরে যে স্থানে কোরবানি দেওয়া হয়, সেই স্থানটি প্রচুর পরিমাণ পানি দিয়ে ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
২) গরম পানিতে অ্যান্টিসেপটিক লিকুইয়েড (ডেটল, স্যাভলন, ব্লিচিং পাউডার ইত্যাদি) মিশিয়ে ব্যবহার করুন।
৩) পশুর মলমূত্র, রক্ত, আবর্জনা যেখানে-সেখানে না ফেলে গর্ত করে মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে।
৪) খোলা জায়গা ( যেখানে পশু কোরবানি দেওয়া হয়) সেখানে পানি ঢেলে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এতে রক্তের গন্ধ এবং এবং দাগ দুই কম হবে।
৫) কোরবানি শেষে হোগলার পাটি ( যেখানে জবাই করার পর পশুর মাংস রাখা হয়) সেটি পুড়িয়ে ফেলা উচিত। না হলে এই হোগলা থেকে পরে মশার উপদ্রব হতে পারে।
৬) পশুর দেহ থেকে নাড়িভুঁড়ির উচ্ছিষ্ট বের করে যত্রতত্র ফেলে দিলে তা পচে মারাত্মক দুর্গন্ধ ছড়াবে এবং পরিবেশ দূষিত হবে। এইগুলো একটি গর্ত করে মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে।
ঘরের ভিতর কিভাবে পরিষ্কার রাখবেন?
৭) মাংস ঘরে আনার পর কাটা বাছার জন্য রান্নাঘরের বাইরে ডাইনিং রুম অনেকে ব্যবহার করেন। যেই জায়গায় মাংস কাটবেন সেই জায়গাটি ভালোমতো ধুয়ে মুছে প্লাস্টিকের শিট বা পাটি বিছিয়ে নিন। এতে মেঝে নোংরা কম হবে।
৮) মাংস কাটা হয়ে গেলে প্লাস্টিক উঠিয়ে নিয়ে ওই জায়গা প্রথমে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর গরম পানি এবং ডিটারজেন্ট একসাথে মিশিয়ে সেই পানি দিয়ে মেঝে পরিষ্কার করুন। দেখবেন রক্তের দাগ বা মাংসের আঠালো দাগ একদম গায়েব।
হাত থেকে মাংসের দুর্গন্ধ দূর করার উপায়
মাংস নিয়ে কম বেশি সবাইকে কাজ করতে হয়। আর কাজ করতে যেয়ে হাতে মাংসের দুর্গন্ধ লেগে থাকে। সাবান দিয়ে হাত ধোয়ার পরেও মাংসের গন্ধ যেতে চায় না। এই গন্ধ ঘরোয়া টুকিটাকি দিয়ে দূর করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক হাত থেকে মাংসের দুর্গন্ধ দূর করার উপায়গুলো।
৯) লেবুর রস
লেবুর রস হাত থেকে মাংসের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। এক টুকরো লেবু কেটে দুই হাতে ভালো করে ঘষুন। তারপর পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। মাংসের গন্ধ দূর হয়ে যাবে।
১০) বেকিং সোডা
প্রাকৃতিক পরিষ্কারক হিসাবে বেকিং সোডার বেশ সুনাম রয়েছে। হাতের দুর্গন্ধ দূর করতেও এটি বেশ কার্যকর। এক চামচ বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে ঘষুন। তারপর পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।
এই তো গেলো বাড়িঘর আর হাত থেকে গন্ধ দূর করার উপায়। কাপড়ে রক্তের দাগ লাগলে কী করবেন জানা আছে? কাপড় থেকে রক্তের দাগ দূর করার দারুণ সহজ কিছু উপায়। উপায়গুলোর সাথে পরিচিত হওয়া যাক।
কাপড়ে রক্তের দাগ লাগলে কী করবেন?
১১) ভিনেগার
ভিনেগার কাপড় থেকে খুব দ্রুত ও সহজে দাগ দূর করে থাকে। রক্তের দাগ লাগা জায়গাটিতে ভিনেগার স্প্রে করে নিন। এবার হালকাভাবে কিছুক্ষণ ঘষুন। ৫-১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম ঘষাতে দাগ দূর না হলে আবার ভিনেগার দিয়ে ঘষুন। কাপড়ে রক্তের দাগ লাগার ২৪ ঘণ্টার মধ্যে দাগ পরিষ্কার করে নিতে হবে। দেরী হয়ে গেলে স্থায়ীভাবে কাপড়ে দাগ বসে যেতে পারে।
১২) ট্যালকম পাউডার
পানি আর ট্যালকম পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এইবার এই পেস্টটি রক্তের দাগের ওপর লাগান। একটি ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষুন। কিছুক্ষন পর দেখবেন দাগ দূর হয়ে গেছে।
১৩) লবণ পানি
রক্তের দাগ দূর করার আরো একটি সহজ উপায় হলো লবণ পানি। ঠাণ্ডা পানিতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণে রক্তের দাগ লেগে থাকা কাপড়টি ভিজিয়ে রাখুন ৩-৪ ঘন্টা। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
মাংস কাটাকুটি এখন আর ঝামেলার মনে হবে না। উপরের উপায়গুলো দিয়ে সহজে ঘর, কাপড় সব পরিষ্কার সহজ হবে।
ছবি- সংগৃহীত: সাজগোজ; পেলিকেন ওয়াটার.কম
The post কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায় appeared first on Shajgoj.