Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

পছন্দের ড্রেসের সাথে ম্যাচিং কানের দুল

$
0
0

খুবই পছন্দের একটি ড্রেস কিনেছেন কিন্তু সাথে ম্যাচিং কানের দুল খুজেই পাচ্ছেন না, এই রকম পরিস্থিতিতে প্রায় সব মেয়েকেই পরতে হয়। অনেক ক্ষেত্রেই তা খুজে পেতে অনেক কষ্টসাধ্য হয়ে পরে। এক্ষেত্রে নিজেই বানিয়ে নিতে পারেন ম্যাচিং কানের দুল।

ear ring1

উপকরণঃ

  • তার
  • হুক
  • ববি পিন (চুলের সাধারন পিন)
  • নেইল-পলিশ

কাজের ধাপসমূহঃ

ear ring2

প্রথমেই শুরু করতে হবে ববি পিনে নিজের পছন্দের (ড্রেসের সাথে মিল রেখে) শ্যাডে নেইল-পলিশ পেইন্টের মাধ্যমে, একটি কার্ড বোর্ডের উপরে পিন রেখে পেইন্ট করতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন সব পিনের পেইন্ট এর মধ্যে সামজ্জস্যতা বজায় থাকে। নিজের পছন্দ মত যেকোন ডিজাইনে পেইন্ট করতে পারবেন যেমন, স্ট্রেইট শেইপ, হার্ট শেইপ। পেইন্ট করা হয়ে গেলে শুকানোর জন্য রেখে দিতে হবে।

 ear ring3

এবার দুই টুকরো তার নিয়ে তা পেঁচিয়ে নিতে হবে। পেঁচানোর পরে পেইন্ট করা পিনগুলো তারের ভিতরে দিয়ে দিতে হবে। এবার হুকের ভিতরে তারটিকে খুব ভালভাবে পেঁচিয়ে দিতে হবে।

ear ring4

পেঁচানোর সময় খেয়াল রাখতে হবে যেন মজবুতভাবে আটকায় এবং পরবর্তীতে যেন ছুটে না যায়। ব্যাস হয়ে গেল পছন্দের ড্রেসের সাথে ম্যাচিং কানের দুল। একইভাবে দ্বিতীয় কানের দুলটি বানিয়ে নিতে হবে।

 লিখেছেন – সারাহ

ছবি – থিমট্রিকচাইল্ড.ব্লগস্পট.কম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles