বাজারে এখন আমের সমাহার। পাকা আম কার না পছন্দ! ইফতারে যদি রসালো ফল আম দিয়ে সুস্বাদু ও হেলদি কিছু খেতে চান, তাহলে আজকের রেসিপি আপনার জন্য। ইফতারে মজাদার কর্নফ্লেক্স উইথ ম্যাংগো ও ইয়োগার্ট ট্রাই করে দেখতে পারেন। তবে দেখে নিন এই রেসিপিটি!
কর্নফ্লেক্স উইথ ম্যাংগো ও ইয়োগার্ট যেভাবে বানাবেন
উপকরণ
১. কর্নফ্লেক্স- ১ কাপ
২. আম কিউব- ১/২ কাপ
৩. টক দই- ১ কাপ
৪. মধু- ৩ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
১. প্রথমে টক দই ছেকে পানি ফেলে দিন।
২. এরপর টক দই ও মধু মিশিয়ে ঠান্ডা করে নিন।
৩. সার্ভিং ডিশ-এ দই, NESTLÉ CORN FLAKES ও আম দিয়ে এই মজাদার আইটেমটি পরিবেশন করুন!
The post কর্নফ্লেক্স উইথ ম্যাংগো ও ইয়োগার্ট appeared first on Shajgoj.