হেলদি ইফতার হিসেবে কর্নফ্লেক্স আমার কাছে ওয়ান অফ দ্যা বেস্ট অপশন। রোজা রেখে কষ্ট করে ভাজাভাজির ঝামেলাও নেই! খুব ঝটপট ইফতার রেডি করতে তাই কর্নফ্লেক্স উইথ ক্যারামেল অ্যান্ড ডেটস বানিয়ে নিতে পারেন। তো দেখে নেয়া যাক এই রেসিপিটি!
কর্নফ্লেক্স উইথ ক্যারামেল অ্যান্ড ডেটস যেভাবে বানাবেন
উপকরণ
১. NESTLÉ CORN FLAKES- ১/২ কাপ
২. কাঠ বাদাম কুচি- ২টেবিল চামচ
৩. খেঁজুর কিউব- ২টেবিল চামচ
৪. ক্যারামেল– ২ টেবিল চামচ
৫. দুধ (পাউডার)- ১/২ কাপ
৬. পানি-১ কাপ
প্রস্তুত প্রণালী
১. কর্নফ্লেক্স উইথ ক্যারামেল অ্যান্ড ডেটস বানিয়ে নিতে প্রথমে পানি, দুধ ও দেড় টেবিল চামচ ক্যারামেল এক সাথে মিশিয়ে নিন।
২. একটি সার্ভিং ডিশ-এ মিক্সচার-টা নিন। এর সাথে NESTLÉ CORN FLAKES, খেঁজুর ও বাদাম মিশিয়ে তার উপর বাকি ক্যারামেল দিয়ে পরিবেশন করুন CORN FLAKES উইথ ক্যারামেল এবং ডেটস!
The post কর্নফ্লেক্স উইথ ক্যারামেল appeared first on Shajgoj.