ফেসিয়াল শব্দটি শুনলেই মনে হয় যেন কী না কী, তাই না?! অনেক বছর ধরে কিন্তু স্কিন কেয়ার বলতে মানুষ এই ফেসিয়াল-কেই বুঝতো। ফেসিয়াল-এ নাকি খুব দ্রুত ফর্সা হওা যায়! ফেসিয়াল নাকি মেছতা, রিংকেল, তিল ইত্যাদি সব গায়েব করে দেয় মুহূর্তে! আর যদি আপনি বিয়ের কনে হন, ওরে বাবা! ফেসিয়াল ছাড়া তো নাকি মেকআপ-ই বসবে না!! কিন্তু এই ফেসিয়াল-টা আসলে কী? এর উপকারিতাই বা কী? কী ব্যবহার করা হচ্ছে এই ফেসিয়াল-এ? মাসে একবার ফেসিয়াল কি করতেই হবে? ফেসিয়াল না করলে কি সুন্দর স্কিন কখনই পাওয়া যাবে না? ফেসিয়াল-এর নামে টাকার গচ্ছা দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন না তো?
এসব প্রশ্নের উত্তর আজ দেবেন আমাদের প্রিয় মীম তাবাসসুম। মাসে একবার ফেসিয়াল করাটা জরুরী নাকি না, চলুন জেনে নেই।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post মাসে একবার ফেসিয়াল করাটা আপনার জন্য কি খুব জরুরী? appeared first on Shajgoj.