প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পুড়ে গেছে, সেদিকে কি খেয়াল আছে? আয়নার নিজেকে দেখে অবাক হচ্ছেন, আর ভাবছেন শপিং-টা একটু কম করলেই হতো! নো টেনশন, আপনার হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন খুব সহজে। ঘরোয়া কিছু প্যাক আছে, যা ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে খুব অল্প সময়ের মধ্যে। এমন ৭টি প্যাক নিয়ে আমাদের আজকের ফিচার।
ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে প্যাক
১. হলুদ
প্রাচীনকাল থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য হলুদ বেশ পরিচিত একটি নাম। হলুদ রোদে পোড়া দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।
যা যা লাগবে
– ১ চা চামচ হলুদের গুঁড়ো
– ২ চা চামচ লেবুর রস
যেভাবে তৈরি করবেন
১) হলুদের গুঁড়ো এবং লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
২) এই প্যাকটি ত্বকে ব্যবহার করে ১৫ মিনিট অপেক্ষা করুন।
৩) শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
কার্যকারিতা
এই প্যাকটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। হলুদ ত্বকের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি করবে। তবে সেনসিটিভ ত্বকের অধিকারীরা সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। মুখে ব্যবহার করার আগে কানের পিছনে অল্প একটু প্যাক ব্যবহার করে প্যাচ টেস্ট করে নিন।
২. লেবুর রস
লেবু কমবেশি সবারই বাসায় থাকে। এই লেবুর রস ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে।
যা লাগবে
লেবুর রস
যেভাবে তৈরি করবেন
১) অর্ধেকটা লেবুর রস বের করে নিন।
২) লেবুর রসটি সম্পূর্ণ ত্বকে ব্যবহার করুন।
৩) এটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন।
৪) ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এটি একদিন পর পর ত্বকে ব্যবহার করতে পারবেন।
কার্যকারিতা
লেবুর রস প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।
৩. দুধ
ত্বকের মলিনতা দূর করতে দুধ বেশ কার্যকর।
যা যা লাগবে
– ১ টেবিল চামচ দুধ
– ১ চা চামচ মধু
যেভাবে তৈরি করবেন
১) দুধ এবং মধু একসাথে ভালো করে মিশিয়ে নিন।
২) এই মিশ্রণটি ত্বকে ভালো করে চক্রাকারে ম্যাসাজ করে লাগান।
৩) ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনি ত্বকে প্রতিদিন ব্যবহার করতে পারেন।
কার্যকারিতা
দুধের প্রাকৃতিক এনজাইম আপনার ত্বকের রঙকে হালকা করতে সাহায্য করে। এছাড়া ত্বক নরিশ এবং স্বাস্থ্যকর করে তুলবে এই প্যাকটি।
তৈলাক্ত ত্বকের অধিকারীরা লো-ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারে। শুষ্ক ত্বকের অধিকারীরা ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন।
৪. টমেটো
টমেটো ছাড়া সালাদ ভাবাই যায় না। সালাদ ছাড়াও টমেটো আপনার স্কিনকে সুন্দর করতে সাহায্য করে।
যা যা লাগবে
– আধাটা টমেটো
– ২ চা চামচ লেবুর রস
যেভাবে তৈরি করবেন:
১) একটি ব্লেন্ডারে টমেটো এবং লেবুর রস একসাথে দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন (ব্লেন্ডার না থাকলে উপরের ছবির মত করতে পারেন)।
২) এই পেস্টটি সারা মুখে ব্যবহার করুন।
৩) ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই প্যাকটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন।
কার্যকারিতা
টমেটোতে লাইকোপিন রয়েছে, যা ত্বকের পিগমেনশন কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। এটি ত্বকের ডেড সেল, রোদে পোড়া দাগ দূর করতেও সাহায্য করে থাকে।
৫. টক দই
টক দই দিয়েও সেরে নিতে পারেন ত্বকের যত্ন।
যা যা লাগবে
– ২ চা চামচ টক দই
– ১ চা চামচ মধু
যেভাবে তৈরি করবেন
১) একটি পাত্রে টক দই এবং মধু একসাথে মিশিয়ে নিন।
২) মিশ্রণটি ত্বকে ব্যবহার করুন।
৩) ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি দ্রুত করতে চাইলে প্রতিদিন ব্যবহার করুন।
কার্যকারিতা
টক দই ত্বকের ভিতর থেকে পরিষ্কার করে থাকে। এর সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
৬. বেসন
ইফতারে সবার প্রিয় আইটেম আলুর চপ আর বেগুনি। এই আলুর চপ, বেগুনি তৈরি করতে সবচেয়ে বেশি ব্যবহা। হয় বেসন। বেসনও আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে।
যা যা লাগবে
– ২ টেবিল চামচ বেসন
– ৪ টেবিল চামচ গোলাপ জল
যেভাবে তৈরি করবেন
১) বেসন এবং গোলাপ জল একসাথে মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন।
২) এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন। লক্ষ্য রাখবেন প্যাকটি যেন চোখের চারপাশে না লাগে।
৩) প্যাকটি ত্বকে ২০ মিনিট রাখুন। শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন।
৪) শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করতে পারবেন।
কার্যকারিতা
বেসন ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখারা পাশাপাশি ত্বকের তেল তেল ভাব কমিয়ে দেয়। ত্বকের টক্সিন এবং ধুলাবালি দূর করে ত্বকে একটা গ্লো নিয়ে আসে। এই প্যাকটি এক্সফলিয়েট হিসাবে কাজ করে।
৭. মুলিতানি মাটি
অনেকেই রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার করে থাকেন। মুলতানি মাটি আরো বেশি কার্যকর করতে এতে শসা ব্যবহার করতে পারেন।
যা যা লাগবে
– ৫/৬টা খোসা ছড়ানো শসা
– ২ চা চামচ মুলতানি মাটি
– ১ টেবিল চামচ গোলাপ জল
যেভাবে তৈরি করবেন
১) শসা কুচি করে রস বের করে নিন।
২) এবার শসার রস এবং মুলতানি মাটি একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন।
৩) এই প্যাকটি ত্বকে ১৫ মিনিট রাখুন।
৪) প্যাকটি শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
কার্যকারিতা
শসার রস এবং মুলতানি মাটির এই প্যাকটি স্কিনটোন হালকা করে। গোলাপ জল ত্বকে একটা গ্লো এনে দেয়। এই প্যাকটি প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করবে।
এই প্যাকগুলো সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। আর ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা ফিরে পান।
যাই হোক, ঘরোয়া উপাদান দিয়ে ঈদের আগে ত্বকের যত্ন কিভাবে করবেন তা তো জানলেন। অনেক সময় এ সকল উপাদান সংগ্রহ করে তা দিয়ে প্যাক বানিয়ে প্রয়োগ করা অনেকের জন্য কঠিন বা সময় সাপেক্ষ হয়ে যায়। তাই তাদের জন্য শপ সাজগোজ নিয়ে এসেছে কিছু অথেনটিক প্রডাক্টস যেগুলো ত্বকের জন্য খুবই উপকারী। চলুন দেখে নেই প্রডাক্টসগুলো…
ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম
The post ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে appeared first on Shajgoj.