Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

মেকআপ উপকরণের যত্নআত্তি !

$
0
0

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপনে প্রসাধন সামগ্রীর প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারবেনা।অনেকেই উপকরণগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন।কিন্তু বাস্তবিক দিক থেকে দেখা যায় এগুলোকে এড়িয়ে চলা আসলেই যায় না।কোন  না কোন সময়ে মেকআপ উপকরণগুলোর ব্যবহার করতেই হয়।বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এসব মেকআপ উপকরনের যত্ন নেওয়ার পদ্ধতি অনেকেই জানেন না।ফলে ত্বকে যেকোনো ইনফেকশন হতে পারে।এবার এসব উপকরনের যত্নআত্তির কিছু টিপস দেয়া হলো ।

  • মেকআপ সামগ্রী কেনার সময় খেয়াল রাখবেন তা যেন বায়ুরোধক পাত্রে থাকে। বিশেষ করে আইলাইনার, নেইল পলিশ, মাশকারা ইত্যাদি। এ ধরনের তরল মেকআপ ব্যবহারের সময় শিশিটি ঢেকে রাখুন। না হলে এর ভেতরের তরল উড়ে গিয়ে প্রসাধনীগুলোকে ব্যবহারের অনুপযোগী করে তোলে।
  • এ  ধরনের তরল প্রসাধন সামগ্রী খুব বেশি রোদ বা বাতাস আসে এমন স্থানে না রেখে ঠাণ্ডা জায়গায় রাখলে দীর্ঘদিন ভালো থাকে।
  • অনেক সময় লিপলাইনার ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় আমরা লিপলাইনারের ক্যাপ খুলে ফেলে দিই। এতে এটি খোলা থাকার কারনে এর মুখে ধুলা বালি লেগে যাওয়ায় পরে ব্যবহারের সময় ঠোঁটে ছোট ছোট ফুস্কুরির সৃষ্টি হয়। কাজল ব্যবহারের পরেও ক্যাপটি লাগিয়ে রাখুন।
  • ফেস পাউডার কেনার সময় ছোট বক্স কেনাই ভালো। কারন বড় বক্সে দীর্ঘদিন থাকার কারনে পাউডার জমাট বেঁধে যায়।
  • লিপস্টিক যদি ক্রিমের মতো হয় তবে ফ্রিজে রাখতে হবে। ম্যাট লিপস্টিক হলে ঠাণ্ডা স্থানে রাখলেই তা ভালো থাকে। অনেক লিপস্টিকে তুলি দেয়া থাকে। লিপগ্লস  ও লিপস্টিক দেয়ার পর টিস্যু দিয়ে তুলি ভালো করে মুছে রাখুন। না হলে ছত্রাকের সংক্রমন হতে পারে।
  • মেকাপের পাফ সপ্তাহে অন্তত একবার গরম পানিতে ধুয়ে নিন।
  • কন্ডিশনার, ময়েশ্চারাইজার, ফাউন্ডেশন, কন্সিলার ব্যবহারের সময় বেশি করেও হাতের তালুতে নিলে তা পুনরায় আবার একই বোতলে না রেখে আলাদা পাত্রে রাখুন।
  • ব্লাশন দিয়ে মেকআপ করার পর তা ধুয়ে শুকিয়ে টিস্যু পেপার দিয়ে পেচিয়ে রাখুন।
  • অনেক প্রসাধনী মুখে লাগানোর সময় পাফটি ভিজিয়ে নেয়া হয়। সেক্ষেত্রে ভেজা পাফটি ব্যবহারের পর তা পুনরায় ধুয়ে আবার শুকিয়ে টিস্যু পেপার দিয়ে পেচিয়ে রাখুন।
  • রিমুভার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই রিমুভার ব্যবহারের সময় এর শিশিটিকে ঢেকে  ব্যবহার করুন।

মেকআপ ব্যবহারের এসব সচেতনতা তো আছেই, এছাড়া একই মেকআপ প্রসাধন যেন একাধিক মানুষ ব্যবহার না করে। এতে বিভিন্নধরনের চর্ম রোগ হয় যার স্থায়ী নিরাময় করা কষ্টকর হয়ে যায়।

লিখেছেন – পাপিয়া সুলতানা

ছবি – অলউইমেন্সটক.কম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles