এই সময়টা মেকাপের জন্য একেবারে পারফেক্ট টাইম। শীতের সময় মেকাপ গলে যাওয়ার ভয় থাকে না। তাই এখন তো একটু সাজাই যায়। মেকাপের ক্ষেত্রে স্মোকি আই বেশির ভাগের কাছেই প্রিয়। আজকের মেকাপ টিউটোরিয়ালে রয়েছে স্মোকি আই। তবে ব্ল্যাক নয় পার্পেল কালারের। প্রতিবারের মত আমাদের সবার প্রিয় শিরি ফারহানা তার এই টিউটোরিয়ালের মাধ্যমে কীভাবে পার্পেল স্মোকি আই করতে পারবেন তাই দেখিয়েছেন।
মেকাপ প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে পারেন। সেক্ষেত্রে SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের মেকাপ প্রোডাক্টগুলো বেছে নিন। ধন্যবাদ।
ছবি: শিরি ফারহানা