বৈশাখের আনন্দ শুরু হয়ে যায় ভোর থেকেই। মঙ্গল শোভাযাত্রা, মেলা, ঘোরাঘুরি… সব মিলিয়ে মনটাও চায় একটু অন্যরকমভাবে সাজতে। কিন্তু অনেক কড়া রোদ ও প্রচণ্ড গরমের মধ্যেও কী করে খুব সিম্পল একটা মেকআপ করেও সারাদিন সতেজ থাকা যায়, এমনি একটি মেকআপ লুক আজ আমাদের দেখাবেন তানাজ। চলুন তবে বৈশাখের আনন্দটাকে দ্বিগুণ করতে বৈশাখে সকালের মেকআপ টিউটোরিয়ালটা দেখে নেই।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post বৈশাখে সকালের মেকআপ appeared first on Shajgoj.