হেয়ার ফল সমস্যা পুরো বিশ্বজুড়ে প্রতিটি মহিলার জন্য খুবই ভয়ংকর একটি সমস্যা এবং এটি খুব উদ্বেগের বিষয়ও বটে। কারণ চেহারা যতই সুন্দর হোক না কেন মাথায় চুল কম থাকলে সব সৌন্দর্য মুহূর্তেই ম্লান হয়ে যায়। হেয়ার ফল সমস্যা থেকে রেহাই পেতে কতজন কতকিছুই না করেন। অনেকে হেয়ার স্যালন-এ গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করান, যা প্রচুর খরচের ব্যাপার। এছাড়াও বিভিন্ন কেমিক্যাল উপাদান বাজার থেকে কিনে নিয়ে আসেন এবং ইউজ করেন, যা খরচের ব্যাপারতো বটেই, এমনকি এতে চুলের এবং মাথার স্ক্যাল্প-এরও প্রচুর ক্ষতি হয়।
যাই হোক, আপনারা কি জানেন যে আপনাদের হাতের কাছেই কত শত প্রাকৃতিক উপাদান আছে যা সব সময় হাতের নাগালেই থাকে এবং এইসব উপাদান দিয়েই আপনি আপনার চুল পড়া অনেকাংশে কমাতে পারেন? এইসব উপাদান ব্যবহারের চুল পড়াতো কমবেই তার সাথে চুলের গোড়াও মজবুত হবে এবং চুল হবে আরো ঘন, কালো এবং স্বাস্থ্যকর। তাই আজ আপনাদের জন্য রইলো হেয়ার ফল বা চুল পড়া কমাতে ৬ টি দারুণ কার্যকরী হেয়ার মাস্কের রেসিপি। তাহলে চলুন একে একে প্যাকগুলো দেখে নেয়া যাক।
হেয়ার ফল কমাতে কিছু কার্যকরী মাস্ক
১) ডিমের হেয়ার মাস্ক
ডিমে রয়েছে প্রচুর নিউট্রিশন এবং প্রোটিন যা চুলের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করে। ডিম সব ধরনের চুলের জন্যই খুব উপকারী। এটি আপনার চুলে প্রয়োজনীয় পুষ্টি যুগিয়ে চুল পড়া কমাতে সাহায্য করে।
যা যা লাগবে-
- ১ টি ডিম
- ১ কাপ দুধ
- ১ টেবিলচামচ অলিভ অয়েল
- ১ টেবিল চামচ বা অর্ধেকটা লেবুর রস
যেভাবে প্যাকটি তৈরি এবং ব্যবহার করবেন-
ডিম ভালোভাবে হুইস্ক করে এর সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবারে প্যাকটি চুলের গোড়ায় এবং সমস্ত চুলে লাগিয়ে একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে ২০ মিনিট অপেক্ষা করুন। ২০ মিনিট পর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
এই হেয়ার মাস্কের উপকারিতা-
১. প্রচুর অ্যামাইনো এসিড এবং প্রোটিন থাকায় এটি চুলে সম্পূর্ণ পুষ্টি যোগায়।
২. চুলের উজ্জ্বলতা বাড়ায়।
৩. চুল পড়া কমায়।
৪. চুলের গ্রোথ বৃদ্ধি করে।
২) কলার হেয়ার মাস্ক
কলা পটাশিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, এতে আছে প্রাকৃতিক তেল এবং ভিটামিন যা চুলের সব ধরনের ক্ষতি সারাতে বিশেষভাবে কার্যকর। কলা আশ্চর্যজনকভাবে চুল পড়া কমায়। আপনি নিজেই কলার এই মাস্কটি ট্রাই করে দেখুন, অবাক হবেন।
যা যা লাগবে-
- ২ টি পাকা কলা
- ১ টেবিল চামচ অলিভ অয়েল
- ১ টেবিল চামচ নারকেল তেল
- ১ টেবিল চামচ মধু
যেভবে প্যাকটি তৈরি এবং ব্যবহার করবেন-
একটি বাটিতে সব উপকরণ মিশ্রিত করুন এমনভাবে যেন সবগুলো খুব মসৃণভাবে মিশে যায়। এবারে আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। তারপর প্যাকটি চুলে ৫-১০ মিনিটের জন্য রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই হেয়ার মাস্কের উপকারিতা-
১. কলা আপনার চুল চকচকে করে তোলে।
২. চুল সফট করে।
৩. চুল পড়া কমায়।
৪. চুল ড্যামেজ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
৫. চুলকে ময়েশ্চারাইজড করে তোলে।
৩) দইয়ের হেয়ার মাস্ক
দই ভিটামিন বি, প্রোটিন, ভিটামিন ডি সমৃদ্ধ। এটি একটি অপরিহার্য উপাদান যা স্বাস্থ্যকরভাবে চুলের বৃদ্ধি ঘটায় এবং চুল পড়া কমায়।
যা যা লাগবে–
- ১ কাপ টক দই
- ১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার
- ১ টেবিল চামচ মধু
যেভবে প্যাকটি তৈরি এবং ব্যবহার করবেন–
একটি বাটিতে উপাদানগুলো ভালোভাবে মিশ্রিত করুন। এবার স্ক্যাল্প-এ দইয়ের মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই মাস্কের উপকারিতা-
১. চুল ময়েশ্চারাইজড রাখে।
২. চুলে প্রয়োজনীয় পুষ্টি যোগায়।
৩. চুলের শক্তি বৃদ্ধি করে ভাঙ্গন হ্রাস করে।
৪) কারিপাতা এবং নারকেল তেলের হেয়ার মাস্ক
কারিপাতা প্রোটিন সমৃদ্ধ এবং এতে রয়েছে বিটা-ক্যারোটিন যা চুলের ক্ষতি সারাতে অপরিহার্য। নারকেল তেলের প্রয়োজনীয় পুষ্টিগুণ এবং এর ফ্যাটি অ্যাসিড কারিপাতার সাথে মিশে একটি নিখুঁত কম্বো মাস্ক তৈরি করে।
যা যা লাগবে–
- ১০/১২টি তাজা কারিপাতা
- ২ টেবিল চামচ নারকেল তেল
যেভবে প্যাকটি তৈরি এবং ব্যবহার করবেন–
নারকেল তেলে কারিপাতা দিয়ে গরম করুন যতক্ষণ পর্যন্ত না তেলে বুদবুদ আসে। তারপর তেলটি ঠান্ডা করে নিন। এবারে আপনার পুরো চুলে এই তেল ভালোভাবে ম্যাসাজ করুন। ২০ মিনিটের জন্য এটি চুলে রাখুন এবং তারপর শ্যাম্পু করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২ বার কারিপাতা ও নারকেল তেলের হেয়ার মাস্কটি ইউজ করুন।
এই মাস্কের উপকারিতা-
১. চুল পড়া হ্রাস করে।
২. চুল ময়েশ্চারাইজ করে।
৩. চুলে পুষ্টি যোগায়।
৫) ক্যাস্টর অয়েল হেয়ার মাস্ক
ক্যাস্টর অয়েল প্রচুর প্রোটিন সমৃদ্ধ। এটা চুলকে শুষ্ক হতে বাধা দেয় এবং স্ক্যাল্প ও চুলে পুষ্টি যুগিয়ে চুলকে নরম ও কোমল করে তোলে।
যা যা লাগবে–
- ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
- ২ টেবিল চামচ নারকেল তেল
- ১ টি ডিম
যেভবে প্যাকটি তৈরি এবং ব্যবহার করবেন–
সব উপাদান মিশ্রিত করুন। এবার মাথার স্ক্যাল্প-এ ও চুলে মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন এবং আলতোভাবে ম্যাসেজ করুন। মিশ্রণটি চুলে ৩০ মিনিটের মত রেখে শ্যাম্পু করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই মাস্কের উপকারিতা-
১. চুলের ফ্রিজি ভাব দূর করে।
২. নতুন চুল গজাতে সাহায্য করে।
৩. চুল পড়া হ্রাস করে।
৬) গ্রিন টি হেয়ার মাস্ক
গ্রিন টি বা সবুজ চা অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি রেডিকেলস ধ্বংস করে হেয়ার ফল অনেক কমিয়ে ফেলে।
যা যা লাগবে–
- ১ টি ডিমের সাদা অংশ
- ২ টেবিল চামচ গ্রিন টি
যেভবে প্যাকটি তৈরি এবং ব্যবহার করবেন–
উপরের দুটি উপকরণ ভালোভাবে মেশান যেন একটা মাখনের মতো টেক্সচার তৈরি হয়। এবার আপনার চুল এবং স্ক্যাল্প-এ মিশ্রণটি আস্তে আস্তে প্রয়োগ করুন একটি ব্রাশের সাহায্যে। মাস্কটি ১৫-২০ মিনিটের মত চুলে রেখে শ্যাম্পু করে তারপর ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
এই মাস্কের উপকারিতা-
১. চুলে প্রোটিন যুগিয়ে চুলের গোড়া মজবুত করে।
২. চুলের ক্ষতি হ্রাস করে।
উপরে বর্ণিত হেয়ার মাস্কগুলো প্রাকৃতিক এবং খুবই কার্যকর। এগুলো ব্যবহার করলে খুব অল্প সময়েই আপনার হেয়ার ফল কমবে এবং চুল আরো মজবুত হবে আশা করা যায়। তাই এই প্যাকগুলো ব্যবহার করুন, চুলের যত্ন নিন, প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার আপনার খাদ্য তালিকায় রাখুন।
ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম
The post হেয়ার ফল কম হবে ৬টি কার্যকরী মাস্ক ব্যবহারে! appeared first on Shajgoj.