Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

ফ্রিজি বা ড্রাই চুল |সিল্কি ভাব আনুন ৩টি হোমমেইড কন্ডিশনারে!

$
0
0

আপনি কি আপনার ফ্রিজি বা ড্রাই চুল নিয়ে খুবই বিরক্ত? শুষ্ক চুল যত্নে রাখা খুবই কষ্ট সাধ্য যদি সঠিক যত্ন না নেয়া হয়।  শুষ্ক বা ফ্রিজি চুলের জন্য প্রয়োজন অধিক মনোযোগ এবং এক্সট্রা কেয়ার। শুধু শুষ্ক চুলই নয়, অন্যান্য টাইপের চুলের যত্নেও শুধু বাহ্যিক পরিচর্যাই যথেষ্ট নয়, প্রয়োজন ভেতর থেকে পুষ্টি যা চুলের গভীর থেকে চুলকে পুষ্টি জোগানোর পাশাপাশি চুলকে বাইরে থেকেও করবে সিল্কি, শাইনি ও উজ্জ্বল। এই যুগে, যেখানে দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সেখানে চুলের পুষ্টি বজায় রাখা একটি কঠিন কাজ। চুলের জন্য নিয়মিত পুষ্টি, খনিজ, ভিটামিন এবং কার্বোহাইড্রেট প্রয়োজন। তাই আপনার খাদ্য তালিকায় নিয়মিত পুষ্টিকর  খাবার রাখুন। আর আজ আপনাদের জন্য রইলো ৩টি হোমমেইড কন্ডিশনার, যা আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি জোগাবে এবং বাইরে থেকে চুলকে করে তুলবে সিল্কি ও শাইনি।

 

এবার দেখে নিন ফ্রিজি বা ড্রাই চুল হবার কিছু কারণ

১. চুলে সরাসরি তাপ প্রয়োগ করা

২. সূর্যের প্রখর তাপে অতিরিক্ত ঘোরাঘুরি করা

৩. অতিরিক্ত চুল ধোয়া

৪. পার্মিং করা

৫. হাইলাইট এবং কালার করা

৬. অতিরিক্ত চুল ব্রাশ করা অথবা যথেষ্ট ব্রাশ না করা

৭. এক্সটেনশান এবং উইভস ব্যবহার

উপরিউক্ত কারণগুলোর জন্যই আপনার চুল দিনের পর দিন আরো রুক্ষ ও ড্যামেজ হয়ে পড়ে। তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। এবার তাহলে চলুন ৩টি হোমমেইড কন্ডিশনার রেসিপি দেখে নেয়া যাক।

ফ্রিজি বা ড্রাই চুল সিল্কি করতে হোমমেইড কন্ডিশনার

১) ভিনেগার-এগ কন্ডিশনার

ফ্রিজি বা ড্রাই চুল সিল্কি করতে ভিনেগার-এগ কন্ডিশনার - shajgoj.com

উপকরণ-

  • ডিম
  • অলিভ অয়েল
  • মধু
  • ভিনেগার
  • লেবুর রস

পদ্ধতি-

প্রথমে ২-৩ টি ডিম ভেঙে নিন। এবার এতে মেশান ৪ চামচ ভিনেগার, ২ চামচ লেবুর রস, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ২/৩ টেবিল চামচ মধু। এবার সবগুলো উপকরণ ব্লেন্ডার এ ব্লেন্ড করে নিন। আপনি একটা থিকথিকে এবং হুইপড পেস্ট পাবেন।

যেভাবে অ্যাপ্লাই করবেন-

ভিনেগার এবং এগ কন্ডিশনার পেস্ট চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। এবার এটি ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। ১০-১৫ মিনিট পর ঠান্ডা বা স্বাভাবিক পানিতে ভালো করে ধুয়ে ফেলুন।

কন্ডিশনার-টি যেভাবে কাজ করে-

  • ডিম একটি ভালো কন্ডিশনার যা চুলকে চকচকে করে তোলে।
  • অলিভ অয়েল আপনার চুলকে করে শক্তিশালী এবং স্বাস্থ্যসম্মত।
  • মধু আপনার চুলকে লাইট করে এবং চুলের ময়েশ্চারাইজার বজায় রাখে।
  • ভিনেগার চুলের ক্ষতি সারাতে সাহায্য করে।

২) ব্যানানা কন্ডিশনার

ফ্রিজি বা ড্রাই চুল সিল্কি করতে ব্যানানা এগ মিল্ক হানি কন্ডিশনার - shajgoj.com

উপকরণ-

  • কলা
  • ডিম
  • মধু
  • দুধ
  • অলিভ অয়েল

পদ্ধতি-

একটি কলা, একটি ডিম, তিন টেবিল-চামচ মধু, তিন টেবিল চামচ দুধ এবং পাঁচ টেবিল চামচ অলিভ অয়েল একটি বোলে ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন।

যেভাবে অ্যাপ্লাই করবেন-

চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মিশ্রণটি খুব ভালো ভাবে অ্যাপ্লাই করুন। এবার এই পেস্ট-টি চুলে ১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপর নরমাল পানি দিয়ে মাস্ক-টি ধুয়ে ফেলুন।

কন্ডিশনার-টি যেভাবে কাজ করে-

কলা একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং ড্যামেজড চুলের জন্য এটি খুবই উপকারী একটি উপাদান। আপনার ড্রাই ও ড্যামেজ চুলকে সিল্কি ও উজ্জ্বল করে তুলতে এই হেয়ার প্যাকটি অতুলনীয়। আর ডিমের উপকারিতাতো জানলেনই উপরে।

৩) ইয়োগার্ট কন্ডিশনার

ফ্রিজি বা ড্রাই চুল সিল্কি করতে টক দই ও ডিমের কন্ডিশনার - shajgoj.com

উপকরণ-

  • ডিম
  • টক দই

পদ্ধতি-

একটি বোলে একটি ডিম ভেঙে নিয়ে ভালোভাবে বিট করুন। এবার এতে যোগ করুন ৫-৬ টেবিল চামচ টকদই। এবারে আবার ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিন।

যেভাবে অ্যাপ্লাই করবেন-

মিশ্রণটি ভালো করে চুলে ম্যাসেজ করুন। এবার আপনার চুল একটি শাওয়ার ক্যাপ দিয়ে কভার করে রাখুন প্রায় ১৫-৩০ মিনিট। তারপর ৩০ মিনিট পর কভার খুলে মাইল্ড শ্যাম্পু করে ধুয়ে নিন।

কন্ডিশনার-টি যেভাবে কাজ করে-

টক দইয়ে আছে চুলের জন্য প্রয়োজনীয় সব প্রোটিন যা ড্যামেজ চুলে প্রোটিন যুগিয়ে চুল পড়া রোধ করে এবং চুলকে করে মজবুত ও সিল্কি।

বাজারের কেমিক্যালসমৃদ্ধ কন্ডিশনার চুলকে সাময়িকভাবে সিল্কি ও সুন্দর করে ঠিকই কিন্তু এতে থাকা কেমিক্যাল চুলের ক্ষতিও করে থাকে সমানভাবে। তাই বাজারের কন্ডিশনার আজ থেকে সরিয়ে ফেলুন, আর তার জায়গায় ব্যবহার করুন উপরে উল্লিখিত ৩টি প্রাকৃতিক কন্ডিশনার। কিছুদিনের মধ্যেই আপনি পার্থক্যটা নিজেই লক্ষ্য করতে পারবেন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

The post ফ্রিজি বা ড্রাই চুল | সিল্কি ভাব আনুন ৩টি হোমমেইড কন্ডিশনারে! appeared first on Shajgoj.


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles