হাউজ অফ স্টাইল-এর আজকের আয়োজন বাসন্তী সাজ নিয়ে। এক টুকরো হাসিতে সাজানো কৃষ্ণ চোখের ডাহুক নজরে কাঁকন ভাঙা রিনিঝিনি ছোঁয়ায় নারী তুমি অনন্যা..! আর এই সাজটা সাবলীল যেমন, আকর্ষণীয়ও তেমন। মনোহারিণী বাঙালী নারীর রহস্যে ঘেরা ধাঁধাঁয় জড়ানো সুন্দর চাহনি… আর সেই সাজ… কিভাবে পাবেন? দেখে নিন এক ঝলক।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post বাসন্তী সাজ | পহেলা ফাল্গুনে হয়ে উঠুন অনন্যা! appeared first on Shajgoj.