সুন্দর হাতটাকে সবসময় সুন্দর রাখতে ম্যানিকিওর ছাড়া কিন্তু গতি নেই! আর এই কাজটা করতে পার্লারে অনেকগুলো পয়সা খরচ করে করানোতে অনেকেই রাজী নন। আর বাসায় বসেই যদি চট করে একদম সামান্য খরচে পার্লারের মত ম্যানিকিওর করে ফেলা যায়, তাহলে কেমন হবে বলুনতো? চলুন দেখে নেই ঘরে বসে ম্যানিকিওর কিভাবে করবেন!
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম
The post ঘরে বসে ম্যানিকিওর | সুন্দর হাতদুটোর যত্ন হোক মনমতো! appeared first on Shajgoj.