সামনে বিয়ে? একটা ট্রেডিশনাল এবং গরজিয়াস মেকওভার চাচ্ছেন অথচ কীভাবে করবেন বুঝে উঠতে পারছেন না? উফফফ… “বিয়েতে কীভাবে সাজবো?”-জনিত সমস্যায় প্রত্যেকটা মেয়েই পড়েন বিয়ের আগে। এই সমস্যা থেকেই উদ্ধার করতে আজ আমাদের জন্য মেকআপ আর্টিস্ট ফারিন রিসাত নিয়ে এলেন দারুণ একটি গরজিয়াস ব্রাইডাল মেকআপ লুক!! চলুন তবে চটপট দেখে আসি।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম