এই শীতে আপনার লুক কেমন হওয়া চাই? এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গেলেন আমাদের সবার প্রিয় বিউটি এক্সপার্ট শিরি ফারহানা। আজ শিরি ফারহানা তার সাজগোজের ডাইরি থেকে প্রি উইন্টার লুক তুলে ধরেছেন। এই ভিডিও থেকে আপনিও আপনার উইন্টার লুকটি বেছে নিতে পারেন। তবে চলুন, উপভোগ করি শিরি ফারহানার দারুণ প্রি উইন্টার লুক ভিডিওটি।
ছবি ও টিউটোরিয়াল – শিরি ফারহানা