প্রত্যেকটা দিন বাইরে থেকে কাজ বা ক্লাস কিংবা কেনাকাটা… মোটমাট সব কাজ সেড়ে বাসায় ফেরার পর রাজ্যের ক্লান্তি কার আসে না, বলতে পারেন? সবার!! আর যদি ঐ অবস্থাতেই ঘুমিয়ে পড়েন, তবে ঘুম হয়ে ভেতরের ক্লান্তি দূর হবে ঠিকই, কিন্তু আপনার চেহারার ক্লান্তি? ত্বক আর প্রিয় চুলগুলো? তাদের কি হবে বলুন তো? দিনের পর দিন অযত্নে থেকে এদের তো বারোটা বাজবে! তাই আজ একটা খুবই বাজেট ফ্রেন্ডলি ওভারঅল নাইট কেয়ার থাকছে আপনাদের জন্য, যেখানে আপনি দেখবেন কত অল্পসময়ে ঘুমোনোর জন্য রেডি হয়ে যেতে পারেন! ঘুমটাতো ভালো হওয়া চাই, তাই না?
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম