Quantcast
Channel: Shajgoj
Viewing all articles
Browse latest Browse all 3010

পারফেক্ট কাঁচাগোল্লা

$
0
0

উপকরন :

  • ছানা – ১ লিটার দুধের
  • গুড়া দুধ – ১ কাপ
  • ঘি – ২ + ১/২ টেবিল চামচ
  • পানি – ৩ টেবিল চামচ
  • গুঁড়া চিনি – ১/২ কাপ
  • এলাচ গুঁড়া – ২ চিমটি অথবা গোলাপজল
  • বাদাম কুঁচি – ইচ্ছামতো

মাওয়া তৈরি :-
- প্রথমে ১ কাপ গুঁড়া দুধ পানি ও ঘি এক সাথে ভাল করে মিক্স করে নিন ।
- এবার ফ্রাই প্যানে অল্প আচে সব ভাল মতো মিক্স করে নামিয়ে নিন ।
- পোড়া লাগার আগেই নামিয়ে ফেলবেন ।
- ঠাণ্ডা করে নিন ।
- এবার জমাট বাধা মাওয়াকে ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করুন ।
- মাওয়া ২ ভাগ করে নিবেন । অর্ধেক ছানার সাথে মিক্স করতে হবে আর বাকি অর্ধেক কোটিং এর জন্য ।
- উপরে ক্রিম কালারের কোটিং দিতে চাইলে একটু হলদে কালারের দুধ ব্যবহার করতে হবে । সাদা রাখতে চাইলে সাদা কালারের দুধ ব্যবহার করতে হবে ।
- চুলায় মাওয়া বেশিক্ষন রাখবেন না । বেশিখন রাখলে মাওয়া লাল হয়ে যাবে ।

কোটিং :-
আধাকাপ মাওয়া ও ২ টেবিল চামচ চিনি , গুঁড়া দুধ ১ টেবিল চামচ দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন ।

কাঁচাগোল্লা তৈরি :-
- ছানা হাত দিয়ে ভাল করে মিহি করে মেখে নিন ।
- ছানার সাথে অর্ধেক মাওয়া , ১/২ কাপ চিনি , এলাচ গুঁড়া দিয়ে ভাল করে মাখিয়ে গোল বল তৈরি করুন ।
- বল গুলো এবার মাওয়ার মধ্যে গড়িয়ে নিন ।
- ফ্রিজে রেখে দিন ৩-৪ ঘণ্টা পর পরিবেশন করুন । তৈরি করার সাথে সাথেও করতে পারেন ।

টিপস :-
- ছানাটা খুব ভাল করে শুকিয়ে নিতে হবে । সকাল বেলা ছানা তৈরি করে বাসাতের মধ্যে ঝুলিয়ে রাখুন বিকাল পর্জন্ত । বিকালের পর ছানা বের করে প্লেটে ছড়িয়ে ফ্রিজে রাখুন সারা রাত । পরের দিন সকালে কাঁচা গোল্লা তৈরি করুন ।
- চাইলে ৪-৫ ঘণ্টা ছানার পানি ঝরিয়ে ফ্যানের নিচে বাতাসে শুকিয়ে বিকেলেই তৈরি করতে পারেন ।
- ছানাতে পানি পানি ভাব যেন একদমই না থাকে ।থাকলে মিষ্টি ভাল হবে না । আঠালো লাগবে । শক্ত বল তৈরি করা যাবে না ।
- ফ্রিজে রেখে পরিবেশন করলে মিস্টিটা সেট হয় এবং ভিতরটা সামান্য শক্ত হয়।
- বেশি নরম নরম থাকলে কাঁচাগোল্লা খেতে ভাল লাগে না ।
- তাড়াতাড়ি বানাতে চাইলে মাওয়ার সাথে পানি কম দিন । এবং ছানাও মাওয়া মিক্স করার সময় একটু বেশি করে গুঁড়া দুধ ও সামান্য চিনি দিয়ে দিন । তাহলে ছানার পানি ভাব অনেক কমে যাবে ।

রেসিপি এবং ছবিঃ মুহসিনা তাবাসসুম


Viewing all articles
Browse latest Browse all 3010

Trending Articles