নারকেল তেল এমন একটা জিনিস, যা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত সব যত্ন সম্ভব। নারকেল তেলে থাকা অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বক, চুল এমনকি দেহের অগণিত উপকার করে থাকে। কীভাবে? চলুন তবে আর কথা না বাড়িয়ে জেনে নেই নারকেল তেলের নানাবিধ উপকারিতা সম্পর্কে।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম