স্বামী-স্ত্রীর মধ্যকার একটি পবিত্র সুন্দর শারীরিক সম্পর্ক আল্লাহর অশেষ নিয়ামত। এ সম্পর্ক থেকেই ভবিষ্যৎ প্রজন্মের শুভাগমন ঘটে। কিন্তু এই নিয়ামত-টিকে পরম ভালোবাসায় ও নিরাপত্তায় না রেখে যদি হেলায়ফেলায় রাখা হয়, তবে ফলাফল হতে পারে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কিংবা এস.টি.ডি. (যৌনবাহিত রোগ) রোগের সংক্রমণ। আর এথেকে ৯৯.৭% প্রটেকশন দেবে কনডম। আসলে এই ব্যাপারগুলো খুবই সংবেদনশীল এবং ব্যক্তিগত। তাই অনেকেই এই ব্যাপারগুলো সম্পর্কে একটু নাজুক থাকেন এবং উন্মুক্তভাবে জ্ঞানলাভ বা আলাপ খুব একটা সহজভাবে করতে পারেন না। আজকের ভিডিও-টিতে তাই এ ব্যাপারটা নিয়েই একটু বিস্তারিতভাবে আপনাদের জানানোর জন্য আমরা চেষ্টা করবো। চলুন তবে জেনে নেই।
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম